ওল্ড টেস্টামেন্ট

নববিধান

যিশাইয় 48:19-22 পবিত্র বাইবেল (SBCL)

19. এছাড়া তোমাদের বংশধরেরা বালির মত হত আর তোমাদের ছেলেমেয়েরা হত বালুকণার মত অসংখ্য। তাদের নাম আমার সামনে থেকে কখনও মুছে ফেলা হত না কিম্বা তাদের ধ্বংস করা হত না।”

20. তোমরা বাবিল ছেড়ে চলে যাও, বাবিলীয়দের কাছ থেকে পালাও। তোমরা আনন্দে চিৎকার করে জানাও, ঘোষণা কর। পৃথিবীর শেষ সীমা পর্যন্ত এই কথা বল, “সদাপ্রভু তাঁর দাস যাকোবকে মুক্ত করেছেন।”

21. যখন তিনি মরুভূমির মধ্য দিয়ে তাদের নিয়ে যাচ্ছিলেন তখন তারা পিপাসায় কষ্ট পায় নি, কারণ তিনি পাথর থেকে তাদের জন্য জল বইয়ে দিয়েছিলেন; তিনি পাথর ফাটিয়েছিলেন আর তাতে জল বের হয়ে এসেছিল।

22. সদাপ্রভু বলছেন, “দুষ্টদের কোন শান্তি নেই।”

সম্পূর্ণ অধ্যায় পড়ুন যিশাইয় 48