ওল্ড টেস্টামেন্ট

নববিধান

যিশাইয় 40:15-26 পবিত্র বাইবেল (SBCL)

15. দেখ, জাতিগুলো যেন কলসীর মধ্যে জলের একটা ফোঁটা;দাঁড়িপাল্লায় ধূলিকণার মতই তাদের মনে করা হয়।দূর দেশের লোকেরা তাঁর কাছে মিহি ধুলার মত ওজনহীন।

16. আগুন জ্বালাবার জন্য লেবাননের কাঠআর পোড়ানো-উৎসর্গের জন্য লেবাননের পশু যথেষ্ট নয়।

17. সমস্ত জাতি তাঁর সামনে কিছুই নয়;সেগুলোকে তিনি কিছু বলে মনে করেন না;সেগুলো তাঁর কাছে অসার।

18. তবে কার সংগে তোমরা ঈশ্বরের তুলনা করবে?তুলনা করবে কিসের সংগে?

19. কারিগরেরা ছাঁচে ঢেলে প্রতিমা বানায়;স্বর্ণকার তা সোনা দিয়ে মোড়েআর তার জন্য রূপার শিকল তৈরী করে।

20. গরীব লোক প্রতিমা তৈরী করবার জন্যযে কাঠ পচবে না সেই কাঠই বেছে নেয়।যা টলবে না এমন প্রতিমা তৈরীর জন্যসে একজন পাকা কারিগরের খোঁজ করে।

21. তোমরা কি জান না?তোমরা কি শোন নি?প্রথম থেকেই কি তোমাদের সে কথা বলা হয় নি?পৃথিবী স্থাপনের সময় থেকে কি তোমরা বোঝ নি?

22. পৃথিবীর গোল আকাশের উপরেতিনিই সিংহাসনে বসে আছেন,পৃথিবীর লোকেরা ফড়িংয়ের মত।চাঁদোয়ার মত করে তিনি আকাশকে বিছিয়ে দিয়েছেন,বাস করবার তাম্বুর মত করে তা খাটিয়ে দিয়েছেন।

23. তিনি রাজাদের ক্ষমতাশূন্য করেনআর এই জগতের শাসনকর্তাদের অসার জিনিসের মত করেন।

24. যেই তাদের লাগানো হয়,যেই তাদের বোনা হয়,যেই তারা মাটিতে শিকড় বসায়,অমনি তিনি তাদের উপর ফুঁ দেন আর তারা শুকিয়ে যায়;একটা ঘূর্ণিবাতাস নাড়ার মত করে তাদের উড়িয়ে নিয়ে যায়।

25. সেই পবিত্রজন বলছেন,“তোমরা কার সংগে আমার তুলনা করবে?কে আমার সমান?”

26. তোমরা চোখ তুলে আকাশের দিকে তাকিয়ে দেখ;কে ঐ সব সৃষ্টি করেছেন?তিনিই তারাগুলোকে এক এক করে বের করে এনেছেন;তিনিই তাদের প্রত্যেকের নাম ধরে ডাকেন।তাঁর মহাক্ষমতা ও মহাশক্তির জন্যতাদের একটাও হারিয়ে যায় না।

সম্পূর্ণ অধ্যায় পড়ুন যিশাইয় 40