ওল্ড টেস্টামেন্ট

নববিধান

যিশাইয় 40:1-15 পবিত্র বাইবেল (SBCL)

1. তোমাদের ঈশ্বর বলছেন, “আমার লোকদের সান্ত্বনা দাও,সান্ত্বনা দাও।

2. যিরূশালেমের লোকদের সংগে নরমভাবে কথা বল,আর তাদের কাছে এই কথা ঘোষণা কর যে,তাদের দুঃখ-কষ্ট শেষ হয়েছে,তাদের পাপের ক্ষমা হয়েছে,তাদের সব পাপের ফলতারা সদাপ্রভুর হাত থেকে পুরোপুরিই পেয়েছে।”

3. একজনের কণ্ঠস্বর চিৎকার করে জানাচ্ছে,“তোমরা মরু-এলাকায় সদাপ্রভুর পথ ঠিক কর;মরুভূমিতে আমাদের ঈশ্বরের জন্যএকটা রাস্তা সোজা কর।

4. প্রত্যেক উপত্যকা ভরা হবে,পাহাড়-পর্বত সমান করা হবে,পাহাড়ী জায়গা সমতল করা হবে,আর অসমান জমি সমান করা হবে।

5. তখন সদাপ্রভুর গৌরব প্রকাশিত হবে,আর সমস্ত মানুষ তা একসংগে দেখবে;সদাপ্রভুই এই সব কথা বলেছেন।”

6. একজনের কণ্ঠস্বর বলছে, “ঘোষণা কর।”আমি বললাম, “আমি কি ঘোষণা করব?”“সব মানুষই ঘাসের মত,ঘাসের ফুলের মতই তাদের সব সৌন্দর্য।

7. ঘাস শুকিয়ে যায় আর ফুলও ঝরে পড়ে,কারণ সদাপ্রভুর নিঃশ্বাস সেগুলোর উপর দিয়ে বয়ে যায়।সত্যিই মানুষ ঘাসের মত।

8. ঘাস শুকিয়ে যায় আর ফুলও ঝরে পড়ে,কিন্তু আমাদের ঈশ্বরের বাক্য চিরকাল থাকে।”

9. হে সিয়োন, সুখবর আনছ যে তুমি,তুমি উঁচু পাহাড়ে গিয়ে ওঠো।হে যিরূশালেম, সুখবর আনছ যে তুমি,তুমি জোরে চিৎকার কর,চিৎকার কর, ভয় কোরো না;যিহূদার শহরগুলোকে বল,“এই তো তোমাদের ঈশ্বর!”

10. দেখ, প্রভু সদাপ্রভু শক্তির সংগে আসছেন,তাঁর শক্তিশালী হাত তাঁর হয়ে রাজত্ব করছে।দেখ, পুরস্কার তাঁর সংগে আছে,তাঁর পাওনা তাঁর কাছেই আছে।

11. তিনি রাখালের মত করে তাঁর ভেড়ার পাল চরাবেন,ভেড়ার বাচ্চাগুলো তিনি হাতে তুলে নেবেনআর কোলে করে তাদের বয়ে নিয়ে যাবেন;বাচ্চা আছে এমন ভেড়ীদের তিনিআস্তে আস্তে চালিয়ে নিয়ে যাবেন।

12. কে তার হাতের তালুতে পৃথিবীর সব জল মেপেছেকিম্বা তার বিঘত দিয়ে আকাশের সীমানা মেপেছে?কে পৃথিবীর ধুলা মাপের ঝুড়িতে ভরেছেকিম্বা দাঁড়িপাল্লায় পাহাড়-পর্বত ওজন করেছে?

13. কে সদাপ্রভুর আত্মাকে মাপতে পেরেছেকিম্বা তাঁর পরামর্শদাতা হিসাবে তাঁকে উপদেশ দিয়েছে?

14. বুদ্ধি পাবার জন্য সদাপ্রভু কার পরামর্শ নিয়েছেন,আর ঠিক পথ কে তাঁকে দেখিয়ে দিয়েছে?কে তাঁকে জ্ঞান শিক্ষা দিয়েছেকিম্বা বিচারবুদ্ধির পথ দেখিয়েছে?

15. দেখ, জাতিগুলো যেন কলসীর মধ্যে জলের একটা ফোঁটা;দাঁড়িপাল্লায় ধূলিকণার মতই তাদের মনে করা হয়।দূর দেশের লোকেরা তাঁর কাছে মিহি ধুলার মত ওজনহীন।

সম্পূর্ণ অধ্যায় পড়ুন যিশাইয় 40