ওল্ড টেস্টামেন্ট

নববিধান

যিশাইয় 26:14-18 পবিত্র বাইবেল (SBCL)

14. তারা এখন মরে গেছে, আর বেঁচে নেই;তাদের আত্মাগুলো আর বেঁচে উঠবে না।তুমি তাদের শাস্তি দিয়ে ধ্বংস করে দিয়েছ;তাদের বিষয় তুমি একেবারে মুছে ফেলেছ।

15. হে সদাপ্রভু, তুমি এই জাতিকে বড় করেছ;এই জাতিকে বড় করে তুমি গৌরব লাভ করেছ;তুমি দেশের সমস্ত সীমা বাড়িয়ে দিয়েছ।

16. হে সদাপ্রভু, কষ্টের সময় তারা তোমাকে দেখেছিল;তোমার কাছ থেকে শাস্তি পাবার সময়তারা আকুল হয়ে ফিস্‌ ফিস্‌ করে প্রার্থনা জানিয়েছিল।

17. গর্ভবতী স্ত্রীলোক প্রসবের সময়যেমন ব্যথায় মোচড়ায় ও চিৎকার করে,হে সদাপ্রভু, আমরাও তোমার সামনে তেমনই হয়েছি।

18. আমরা গর্ভবতী হয়েছি, ব্যথায় মোচড় দিয়েছি,কিন্তু আমরা জন্ম দিয়েছি বাতাসের।আমাদের দ্বারা দেশ রক্ষা পায় নি,জগতের লোকও আমাদের দ্বারা জীবন পায় নি।

সম্পূর্ণ অধ্যায় পড়ুন যিশাইয় 26