ওল্ড টেস্টামেন্ট

নববিধান

যিশাইয় 2:14-19 পবিত্র বাইবেল (SBCL)

14. এছাড়া সব বড় বড় পাহাড়-পর্বত,

15. প্রত্যেকটা উঁচু পাহারা-ঘর, প্রত্যেকটা শক্ত দেয়াল,

16. সমস্ত তর্শীশ-জাহাজ আর প্রত্যেকটা জাঁকজমকপূর্ণ জাহাজ নীচু করা হবে।

17. মানুষের গর্বকে নীচে নামানো হবে আর লোকের অহংকারকে নীচু করা হবে। সেই দিন কেবল সদাপ্রভুকেই সম্মানিত করা হবে,

18. আর প্রতিমাগুলো একেবারে ধ্বংস হয়ে যাবে।

19. সদাপ্রভু যখন পৃথিবীর লোকদের ভয় দেখাবার জন্য আসবেন তখন তাঁর ভয়ংকরতার ও তাঁর মহিমার উজ্জ্বলতার হাত থেকে রক্ষা পাবার জন্য লোকে সেই দিন পাহাড়ের গুহায় আর মাটির গর্তে পালাবে।

সম্পূর্ণ অধ্যায় পড়ুন যিশাইয় 2