ওল্ড টেস্টামেন্ট

নববিধান

যিশাইয় 14:25-32 পবিত্র বাইবেল (SBCL)

25. আমার দেশের মধ্যে আমি আসিরিয়ার রাজাকে চুরমার করব আর আমার পাহাড়-পর্বতের উপরে তাকে পায়ের নীচে মাড়াব। তখন আমার লোকদের কাছ থেকে তার জোয়াল দূর হয়ে যাবে ও তাদের কাঁধ থেকে তার বোঝা সরে যাবে।”

26. গোটা দুনিয়ার জন্য এই ব্যবস্থাই ঠিক করা হয়েছে আর সমস্ত জাতির উপরে এই হাতই বাড়িয়ে দেওয়া হয়েছে।

27. সর্বক্ষমতার অধিকারী সদাপ্রভুই এই সব ঠিক করেছেন, তাই কে তা বিফল করতে পারে? তাঁর হাত বাড়ানো রয়েছে, কে তা গুটাতে পারে?

28. যে বছরে রাজা আহস মারা গিয়েছিলেন সেই বছরে যিশাইয় এই ভবিষ্যদ্বাণী পেয়েছিলেন।

29. হে পলেষ্টিয়া, যে লাঠি তোমাকে আঘাত করত তা ভেংগে গেছে বলে তোমরা কেউ আনন্দ কোরো না। সাপের গোড়া থেকে বের হয়ে আসবে কেউটে সাপ, আর সেই সাপ থেকে বেরিয়ে আসবে উড়ন্ত বিষাক্ত সাপ।

30. সবচেয়ে গরীব লোকেরা খাবার পাবে আর অভাবীরা নিরাপদে শুয়ে থাকবে। কিন্তু তোমার শিকড়কে আমি দুর্ভিক্ষ দিয়ে ধ্বংস করব, তাতে তোমার বেঁচে থাকা লোকেরা মরে যাবে।

31. হে ফটক, বিলাপ কর। হে শহর, কাঁদ। হে পলেষ্টিয়া, তোমার সব কিছু মিলিয়ে যাক। উত্তর দিক থেকে ধূমার মেঘ আসছে, সেই সৈন্যদল থেকে একজন সৈন্যও পিছিয়ে পড়ছে না।

32. এই জাতির দূতদের কি উত্তর দেওয়া যাবে? তাদের বলা হবে, “সদাপ্রভু সিয়োনকে স্থাপন করেছেন এবং তার মধ্যে অত্যাচারিত হওয়া তাঁর লোকেরা আশ্রয় পাবে।”

সম্পূর্ণ অধ্যায় পড়ুন যিশাইয় 14