ওল্ড টেস্টামেন্ট

নববিধান

যিশাইয় 14:1-18 পবিত্র বাইবেল (SBCL)

1. সদাপ্রভু যাকোবের প্রতি মমতা করবেন; তিনি আবার ইস্রায়েলকে বেছে নেবেন এবং তাদের নিজেদের দেশে বসিয়ে দেবেন। বিদেশীরা তাদের সংগে যোগ দেবে আর তারা যাকোবের বংশের সংগে যুক্ত হবে।

2. অন্যান্য জাতিরা তাদের নিয়ে তাদের নিজেদের দেশে পৌঁছে দেবে। সদাপ্রভুর দেশে অন্যান্য জাতিরা ইস্রায়েলীয়দের দাস-দাসী হবে। যারা তাদের বন্দী করেছিল এখন তাদেরই তারা বন্দী করবে আর তাদের অত্যাচারকারীদের উপরে তারা কর্তা হবে।

3-4. হে ইস্রায়েল, সদাপ্রভু যেদিন তোমাকে যন্ত্রণা, হাংগামা আর নিষ্ঠুর দাসত্ব থেকে রেহাই দেবেন সেই দিন তুমি বাবিলের রাজার বিরুদ্ধে এইভাবে ঠাট্টা করে বলবে, “কঠোর কর্মকর্তা কেমনভাবে শেষ হয়েছে! তার ভয়ংকর অত্যাচার আর নেই।

5. দুষ্টদের লাঠি আর শাসনকর্তাদের শাসনদণ্ড সদাপ্রভুই ভেংগে দিয়েছেন।

6. অত্যাচারী ভীষণ রাগ করে জাতিদের অনবরত আঘাত করত, রাগে সে বারবার তাদের অত্যাচার করে দমন করত।

7. এখন সমস্ত পৃথিবী রেহাই ও শান্তি পেয়েছে; সেইজন্য তারা আনন্দে গান গাইছে।

8. এমন কি, বেরস আর লেবাননের এরস গাছও আনন্দের সংগে বাবিলের রাজাকে বলছে, ‘এখন তোমাকে মাটিতে ফেলে দেওয়া হয়েছে বলে কোন কাঠুরেই আর আমাদের কাটতে আসে না।’

9. “তুমি মৃতস্থানে আসছ বলে মৃতস্থানের লোকেরা তোমার সংগে দেখা করবার জন্য ভীষণ অস্থির হয়ে উঠেছে। তাই মৃতদের আত্মা উঠছে যেন তারা তোমার সংগে দেখা করতে পারে। যারা এই জগতের নেতা ছিল তারা সবাই উঠছে; যারা জাতিদের উপরে রাজা ছিল তারা সবাই তাদের সিংহাসন থেকে উঠছে।

10. তারা সবাই তোমাকে ডেকে বলবে, ‘তুমিও আমাদের মত দুর্বল হয়ে পড়েছ; তুমি আমাদের মতই হয়েছ।’

11. “তোমার সব জাঁকজমক মৃতস্থানে নামিয়ে আনা হয়েছে; তার সংগে তোমার সব বীণার শব্দ নামানো হয়েছে। তোমার নীচে ছড়িয়ে রয়েছে পোকা আর সেগুলো তোমাকে ঢেকে ফেলেছে।

12. হে শুকতারা, ভোরের সন্তান, তুমি তো স্বর্গ থেকে পড়ে গেছ। তুমি একদিন জাতিদের পরাজিত করেছ আর তোমাকেই এখন পৃথিবীতে ফেলে দেওয়া হয়েছে।

13. তুমি মনে মনে বলেছ, ‘আমি স্বর্গে উঠব, ঈশ্বরের তারাগুলোর উপরে আমার সিংহাসন উঠাব; যেখানে দেবতারা জড়ো হয় উত্তর দিকের সেই পাহাড়ের উপরে আমি সিংহাসনে বসব।

14. আমি মেঘের মাথার উপরে উঠব; আমি মহান ঈশ্বরের সমান হব।’

15. কিন্তু তোমাকে মৃতস্থানে নামানো হয়েছে, হ্যাঁ, সেই গর্তের সব চেয়ে নীচু জায়গায় নামানো হয়েছে।

16. যারা তোমাকে দেখে তারা তোমার দিকে তাকিয়ে থাকে। তারা তোমার অবস্থা দেখে বলে, ‘যে পৃথিবীকে নাড়াত আর রাজ্যগুলোকে কাঁপাত এ কি সেই লোক?

17. এ কি সে, যে জগতকে মরুভূমির মত করত, শহরগুলোকে উলটে ফেলত, আর বন্দীদের বাড়ী ফিরে যেতে দিত না?’

18. “জাতিদের সব রাজা সম্মানের সংগে নিজের নিজের কবরে শুয়ে আছেন।

সম্পূর্ণ অধ্যায় পড়ুন যিশাইয় 14