ওল্ড টেস্টামেন্ট

নববিধান

যিশাইয় 11:2-13 পবিত্র বাইবেল (SBCL)

2. তাঁর উপর থাকবেনসদাপ্রভুর আত্মা,জ্ঞান ও বুঝবার আত্মা,পরামর্শ ও শক্তির আত্মা,বুদ্ধি ও সদাপ্রভুর প্রতি ভক্তিপূর্ণ ভয়ের আত্মা।

3. তিনি সদাপ্রভুর প্রতি ভক্তিপূর্ণ ভয়ে আনন্দিত হবেন।তিনি চোখে যা দেখবেন তা দিয়ে বিচার করবেন না,কিম্বা কানে যা শুনবেন তা দিয়ে মীমাংসা করবেন না;

4. কিন্তু অভাবীদের প্রতি ন্যায়বিচার করবেন,আর পৃথিবীর গরীবদের ব্যাপার সততার সংগে মীমাংসা করবেন।লাঠির মত করে তিনি মুখের কথায় পৃথিবীকে আঘাত করবেন,আর দুষ্টদের মেরে ফেলবেন তাঁর মুখের শ্বাসে।

5. সততা হবে তাঁর কোমর-বাঁধনিআর বিশ্বস্ততা হবে তাঁর কোমরে জড়াবার পটি।

6. নেকড়েবাঘ ভেড়ার বাচ্চার সংগে বাস করবে,চিতাবাঘ শুয়ে থাকবে ছাগলের বাচ্চার সংগে;গরুর বাচ্চা, যুব সিংহ ও মোটাসোটা বাছুর একসংগে থাকবে,আর ছোট ছেলে তাদের চরাবে।

7. গরু ও ভাল্লুক একসংগে চরবে,আর তাদের বাচ্চারা একসংগে শুয়ে থাকবে;সিংহ গরুর মত খড় খাবে।

8. কেউটে সাপের গর্তের কাছে ছোট শিশু খেলা করবে,আর ছোট ছেলেমেয়ে বিষাক্ত সাপের গর্তে হাত দেবে।

9. আমার পবিত্র পাহাড়ের কোন জায়গায়কেউ ক্ষতিও করবে না, ধ্বংসও করবে না,কারণ সমুদ্র যেমন জলে পরিপূর্ণ থাকেতেমনি সদাপ্রভুর বিষয়ে জ্ঞানে পৃথিবী পরিপূর্ণ হবে।

10. সেই দিন যিশয়ের মূল সব জাতির জন্য পতাকার মত হয়ে দাঁড়াবেন; সব জাতি তাঁর কাছে জড়ো হবে এবং তাঁর বিশ্রামের স্থান গৌরবময় হবে।

11. সেই দিন প্রভু তাঁর বেঁচে থাকা লোকদের আসিরিয়া থেকে, মিসর ও পথ্রোষ থেকে, কূশ, এলম, বাবিল, হমাৎ ও দ্বীপগুলো থেকে উদ্ধার করে আনবার জন্য দ্বিতীয়বার তাঁর হাত বাড়িয়ে দেবেন।

12. তিনি জাতিদের জন্য একটা পতাকা তুলবেন আর বিদেশে বন্দী থাকা ইস্রায়েলীয়দের জড়ো করবেন; যিহূদার ছড়িয়ে থাকা লোকদের তিনি পৃথিবীর চারদিক থেকে একত্র করবেন।

13. ইফ্রয়িমের হিংসা দূর হয়ে যাবে এবং যিহূদার শত্রুভাব আর থাকবে না। ইফ্রয়িম যিহূদার উপর হিংসা করবে না, যিহুদাও ইফ্রয়িমের সংগে শত্রুতা করবে না।

সম্পূর্ণ অধ্যায় পড়ুন যিশাইয় 11