ওল্ড টেস্টামেন্ট

নববিধান

যিরমিয় 33:10-11-17 পবিত্র বাইবেল (SBCL)

10-11. “তোমরা এই জায়গা সম্বন্ধে বলে থাক, ‘এটা একটা পতিত জমি; এখানে মানুষ বা পশু কিছুই নেই।’ কিন্তু যিহূদার যে শহরগুলো ও যিরূশালেমের যে রাস্তাগুলো খালি পড়ে আছে, যেখানে মানুষ বা পশু বাস করে না সেখানে আবার আমোদ ও আনন্দের শব্দ এবং বর ও কনের গলার স্বর শোনা যাবে; যারা সদাপ্রভুর ঘরে ধন্যবাদ উৎসর্গের জন্য জিনিস আনবে তাদেরও গলার স্বর শোনা যাবে। তারা বলবে, ‘সর্বক্ষমতার অধিকারী সদাপ্রভুকে ধন্যবাদ দাও, কারণ সদাপ্রভু মংগলময়, তাঁর অটল ভালবাসা চিরকাল স্থায়ী।’ আগেকার মতই আমি এই দেশের অবস্থা ফিরাব।

12. এই পতিত জমি, যেখানে মানুষ ও পশু কিছুই নেই, সেখানে এবং সেখানকার সমস্ত শহর ও গ্রামে আবার রাখালদের ভেড়াগুলোর জন্য চারণ ভূমি হবে।

13. উঁচু ও নীচু পাহাড়ী এলাকার সব গ্রাম ও শহরে, বিন্যামীন এলাকায়, যিরূশালেমের চারপাশের এলাকায় এবং যিহূদার ও নেগেভের সব গ্রাম ও শহরে যারা ভেড়ার সংখ্যা গোণে তাদের হাতের নীচ দিয়ে আবার ভেড়ার পাল যাওয়া-আসা করবে। আমি সদাপ্রভু এই কথা বলছি।”

14. সদাপ্রভু বলছেন, “ইস্রায়েল ও যিহূদার লোকদের কাছে আমি যে মংগলের প্রতিজ্ঞা করেছিলাম সময় আসছে যখন আমি তা পূর্ণ করব।

15. সেই দিনগুলোতে ও সেই সময়ে আমি দায়ূদের বংশ থেকে একটা সততার চারা গজাতে দেব; যা ন্যায় ও সৎ তিনি দেশের মধ্যে তা-ই করবেন।

16. সেই সময়ে যিহূদার লোকেরা উদ্ধার পাবে আর যিরূশালেমের লোকেরা নিরাপদে বাস করবে। তাঁকে এই নামে ডাকা হবে- ‘সদাপ্রভু আমাদের নির্দোষিতা।’

17. ইস্রায়েলের সিংহাসনে বসবার জন্য দায়ূদের বংশে কোন লোকের অভাব হবে না।

সম্পূর্ণ অধ্যায় পড়ুন যিরমিয় 33