ওল্ড টেস্টামেন্ট

নববিধান

যিরমিয় 21:1-3 পবিত্র বাইবেল (SBCL)

1. পরে সদাপ্রভুর বাক্য যিরমিয়ের কাছে প্রকাশিত হল। সেই সময় রাজা সিদিকিয় মল্কিয়ের ছেলে পশ্‌হূরকে ও মাসেয়ের ছেলে পুরোহিত সফনিয়কে যিরমিয়ের কাছে এই কথা বলতে পাঠালেন,

2. “বাবিলের রাজা নবূখদ্‌নিৎসর আমাদের সংগে যুদ্ধ করছে; কাজেই আপনি আমাদের জন্য সদাপ্রভুর কাছে অনুরোধ করুন যেন সে আমাদের কাছ থেকে ফিরে যায়। হয়তো সদাপ্রভু আমাদের জন্য আগের মত আশ্চর্য কাজ করবেন।”

3. যিরমিয় তাদের বললেন, “আপনারা রাজা সিদিকিয়কে বলুন যে,

সম্পূর্ণ অধ্যায় পড়ুন যিরমিয় 21