ওল্ড টেস্টামেন্ট

নববিধান

যাত্রাপুস্তক 24:1-3 পবিত্র বাইবেল (SBCL)

1. পরে সদাপ্রভু মোশিকে বললেন, “হারোণ, নাদব, অবীহূ আর ইস্রায়েলীয়দের সত্তরজন বৃদ্ধ নেতা এবং তুমি আমার কাছে উঠে এস। আসবার সময়ে তোমরা দূরে থেকে উবুড় হয়ে আমাকে ভক্তি জানাবে।

2. কিন্তু তুমি একাই আমার কাছে এগিয়ে আসবে, অন্যেরা আসবে না। এরা ছাড়া অন্য ইস্রায়েলীয়েরা যেন তোমার সংগে উঠে না আসে।”

3. মোশি যখন ফিরে গিয়ে লোকদের কাছে সদাপ্রভুর সমস্ত কথা বললেন এবং তাঁর সব আইন ঘোষণা করলেন তখন লোকেরা একসংগে বলল, “সদাপ্রভু যা যা বলেছেন আমরা তা সবই করব।”

সম্পূর্ণ অধ্যায় পড়ুন যাত্রাপুস্তক 24