ওল্ড টেস্টামেন্ট

নববিধান

যাত্রাপুস্তক 20:12-17 পবিত্র বাইবেল (SBCL)

12. “তোমাদের মা-বাবাকে সম্মান করে চলবে। তাতে তোমাদের ঈশ্বর সদাপ্রভুর দেওয়া দেশে তোমরা অনেক দিন বেঁচে থাকবে।

13. “খুন কোরো না।

14. “ব্যভিচার কোরো না।

15. “চুরি কোরো না।

16. “কারও বিরুদ্ধে মিথ্যা সাক্ষ্য দিয়ো না।

17. “অন্যের ঘর-দুয়ার, স্ত্রী, দাস-দাসী, গরু-গাধা কিম্বা আর কিছুর উপর লোভ কোরো না।”

সম্পূর্ণ অধ্যায় পড়ুন যাত্রাপুস্তক 20