ওল্ড টেস্টামেন্ট

নববিধান

যাত্রাপুস্তক 17:12-16 পবিত্র বাইবেল (SBCL)

12. এইভাবে মোশির হাত ভারী হয়ে উঠল। তখন তাঁরা একটা পাথর নিয়ে আসলেন, আর মোশি তার উপরে বসলেন। হারোণ ও হূর দু’পাশে থেকে তাঁর হাত দু’টা উঁচু করে ধরে রাখলেন। এতে বেলা ডুবে না যাওয়া পর্যন্ত তাঁর হাত দু’টা একই অবস্থায় রইল।

13. তাতে যিহোশূয় যুদ্ধে অমালেকীয়দের হারিয়ে দিলেন।

14. এর পর সদাপ্রভু মোশিকে বললেন, “এই যুদ্ধের কথা মনে রাখবার জন্য তুমি একটা বইয়ে তা লিখে রাখ এবং যিহোশূয়কে বলে দাও যে, পৃথিবীর উপর থেকে অমালেকীয়দের নাম আমি একেবারেই মুছে ফেলব।”

15. পরে মোশি একটা বেদী তৈরী করে তার নাম দিলেন যিহোবা নিঃষি (যার মানে “সদাপ্রভুই আমার পতাকা”)।

16. মোশি বললেন, “সদাপ্রভুর সিংহাসনের বিরুদ্ধে হাত তোলা হয়েছে, সেইজন্য বংশের পর বংশ ধরে সদাপ্রভু অমালেকীয়দের বিরুদ্ধে থাকবেন।”

সম্পূর্ণ অধ্যায় পড়ুন যাত্রাপুস্তক 17