ওল্ড টেস্টামেন্ট

নববিধান

যাত্রাপুস্তক 15:11-22 পবিত্র বাইবেল (SBCL)

11. “হে সদাপ্রভু,দেবতাদের মধ্যে কে আছে তোমার মত?কে আছে তোমার মত এমন পবিত্রতায় মহানআর মহিমায় ভয়ংকর?এমন আশ্চর্য কাজের শক্তি কার আছে?

12. তোমার ডান হাতখানা তুমি বাড়িয়ে দিলে,আর পৃথিবী তাদের গিলে ফেলল।

13. তোমার অটল ভালবাসায় তুমি যাদের ছাড়িয়ে আনলেতাদের তুমিই চালিয়ে নেবে।তোমার নিজের শক্তিতে তোমার পবিত্র বাসস্থানেতুমি তাদের চালিয়ে আনবে।

14. সেই কথা শুনে অন্য জাতিরা ভীষণ ভয়ে কাঁপবে,আর পলেষ্টীয়দের মন দারুণ ব্যথায় কাতর হবে।

15-16. ইদোমীয় সর্দারেরা ভয়ে দিশেহারা হবে;মোয়াবীয় নেতারা কাঁপতে থাকবে,আর ভীষণ ভয়ের সামনে পড়েকনানীয়েরা সাহস হারাবে।হে সদাপ্রভু, তোমার লোকদের যাওয়াশেষ না হওয়া পর্যন্ত,তোমার ছাড়িয়ে নেওয়া লোকদের যাওয়াশেষ না হওয়া পর্যন্ততোমার মহা শক্তির সামনেঐ সব জাতি পাথরের মত পড়ে থাকবে।

17. তুমিই তোমার লোকদের এনে চারার মত করেলাগিয়ে দেবে তোমার নিজের পাহাড়ে।হে সদাপ্রভু, তোমার নিজের হাতে করাওটাই তোমার বাসস্থান;হে প্রভু, তোমার নিজের হাতে গড়াওটাই সেই পবিত্র স্থান;

18. হে সদাপ্রভু, যুগ যুগ ধরে তুমিই রাজত্ব করবে।”

19. ফরৌণের সমস্ত ঘোড়া, রথ আর ঘোড়সওয়ার যখন সমুদ্রের মধ্যে ঢুকল তখন সদাপ্রভু সমুদ্রের জল তাদের উপর ফিরিয়ে আনলেন। কিন্তু ইস্রায়েলীয়েরা সমুদ্রের মাঝখানে শুকনা জমির উপর দিয়ে হেঁটে চলে গিয়েছিল।

20. হারোণের বোন মরিয়ম ছিলেন একজন মহিলা-নবী। তিনি খঞ্জনি হাতে নিলেন, আর তাঁর পিছনে পিছনে অন্যান্য স্ত্রীলোকেরাও খঞ্জনি হাতে নাচতে নাচতে বের হয়ে আসল।

21. মোশির গানের উত্তরে মরিয়ম এই গান গাইলেন:“তোমরা সদাপ্রভুর উদ্দেশে গান কর,কারণ লোকের চোখে তাঁর মহিমা বেড়ে গেল।ঘোড়া আর ঘোড়সওয়ারের দলগুলোকেতিনিই ফেলে দিলেন সাগরের জলে।”

22. পরে মোশি লোহিত সাগর থেকে ইস্রায়েলীয়দের নিয়ে চললেন। তারা প্রথমে শূর নামে এক মরু-এলাকায় গেল। সেই মরু-এলাকায় তিন দিন পর্যন্ত ঘুরে ঘুরে তারা কোথাও জল পেল না।

সম্পূর্ণ অধ্যায় পড়ুন যাত্রাপুস্তক 15