ওল্ড টেস্টামেন্ট

নববিধান

যাত্রাপুস্তক 12:44-50 পবিত্র বাইবেল (SBCL)

44. টাকা দিয়ে কেনা দাস সুন্নত করাবার পরে তা খেতে পারবে।

45. তোমাদের মধ্যে বাস করতে এসেছে কিম্বা টাকা দিয়ে খাটানো হচ্ছে এমন অন্য কোন জাতির লোক তা খেতে পারবে না।

46. যে বাড়ীতে ভেড়ার বাচ্চা কাটা হবে সেই বাড়ীতেই তা খেতে হবে। বাড়ীর বাইরে তা নেওয়া চলবে না এবং সেই ভেড়ার একটা হাড়ও ভাংগা চলবে না।

47. “ইস্রায়েলীয়দের সকলকেই এই পর্ব পালন করতে হবে।

48. তোমাদের মধ্যে বাস করা অন্য জাতির কোন লোক যদি সদাপ্রভুর উদ্দেশে করা এই উদ্ধার-পর্ব পালন করতে চায় তবে আগে তার পরিবারের সব পুরুষের সুন্নত করাতে হবে। তারপর সে ইস্রায়েলীয়দের মতই তা পালন করতে পারবে। কিন্তু সুন্নত করানো হয় নি এমন কোন লোক এই পর্বের মাংস খেতে পারবে না।

49. ইস্রায়েলীয়দের জন্য এবং তোমাদের মধ্যে বাস করা অন্যান্য জাতির লোকদের জন্য এই একই নির্দেশ রইল।”

50. সদাপ্রভু মোশি ও হারোণকে যে আদেশ দিয়েছিলেন ইস্রায়েলীয়েরা ঠিক তা-ই করেছিল।

সম্পূর্ণ অধ্যায় পড়ুন যাত্রাপুস্তক 12