অধ্যায়

  1. 1
  2. 2
  3. 3
  4. 4
  5. 5
  6. 6
  7. 7

ওল্ড টেস্টামেন্ট

নববিধান

মীখা 5 পবিত্র বাইবেল (SBCL)

বৈৎলেহম থেকে প্রতিজ্ঞা করা শাসনকর্তা

1. ওহে সৈন্যদলে ঘেরাও হওয়া শহর, তোমার সৈন্যদল সাজাও, কারণ আমাদের বিরুদ্ধে একটা ঘেরাও হচ্ছে। শত্রুরা ইস্রায়েলের শাসনকর্তার গালে লাঠি দিয়ে আঘাত করছে।

2. সদাপ্রভু বলছেন, “কিন্তু, হে বৈৎলেহম-ইফ্রাথা, যদিও তুমি যিহূদার হাজার হাজার গ্রামগুলোর মধ্যে ছোট, তবুও তোমার মধ্য থেকে আমার পক্ষে এমন একজন আসবেন যিনি হবেন ইস্রায়েলের শাসনকর্তা, যাঁর শুরু পুরানো দিন থেকে, অনন্তকাল থেকে।”

3. সেই সময় না আসা পর্যন্ত সদাপ্রভু ইস্রায়েলকে ত্যাগ করবেন। প্রসব-যন্ত্রণা ভোগকারিনী তার সন্তানের জন্ম দেবার পরে সেই শাসনকর্তার যে ভাইয়েরা বন্দীদশায় আছে তারা ইস্রায়েলীয়দের সংগে যোগ দেবার জন্য ফিরে আসবে।

4. সেই শাসনকর্তা এসে সদাপ্রভুর শক্তিতে, তাঁর ঈশ্বর সদাপ্রভুর মহিমায় রাখালের মত তাঁর লোকদের চালাবেন। তারা নিরাপদে বাস করবে, কারণ তিনি যে মহান সেই কথা তখন জগতের শেষ সীমা পর্যন্ত সবাই স্বীকার করবে;

5. আর তিনিই শান্তি আনবেন।আসিরিয়েরা যখন আমাদের দেশ আক্রমণ করবে এবং আমাদের দুর্গগুলো পায়ে মাড়াবে তখন আমরা তার বিরুদ্ধে সাতজন পালককে, এমন কি, আটজন নেতাকে দাঁড় করাব।

6. তারা যুদ্ধের মধ্য দিয়ে আসিরিয়া দেশ অর্থাৎ, নিম্রোদের দেশ শাসন করবে। আসিরিয়েরা আমাদের দেশ আক্রমণ করলে এবং আমাদের সীমানা পায়ে মাড়ালে তাদের হাত থেকে আমাদের শাসনকর্তাই আমাদের উদ্ধার করবেন।

7. অনেক জাতির মধ্যে যাকোবের বেঁচে থাকা লোকেরা হবে সদাপ্রভুর কাছ থেকে আসা শিশিরের মত, ঘাসের উপরে পড়া বৃষ্টির মত যা মানুষের আদেশে পড়ে না বা তার উপর নির্ভর করে না।

8. অনেক জাতির মধ্যে যাকোবের বেঁচে থাকা লোকেরা হবে বুনো জন্তুদের মধ্যে সিংহের মত, ভেড়ার পালের মধ্যে যুব সিংহের মত; সেই সিংহ যখন ভেড়াগুলোর মধ্য দিয়ে যায় তখন তাদের ধরে টুকরা টুকরা করে ছিঁড়ে ফেলে; কেউ তাদের উদ্ধার করতে পারে না।

9. যাকোবের লোকেরা শত্রুদের উপরে জয়লাভ করবে এবং তাদের সব শত্রু ধ্বংস হয়ে যাবে।

10. সদাপ্রভু বলছেন, “হে ইস্রায়েল, সেই সময় আমি তোমার মধ্য থেকে তোমার ঘোড়াগুলো শেষ করে ফেলব এবং তোমার রথগুলো ধ্বংস করে দেব।

11. তোমার দেশের শহরগুলো আমি ধ্বংস করে দেব আর তোমার সব দুর্গগুলো ভেংগে ফেলব।

12. আমি তোমার যাদুবিদ্যা নষ্ট করব; মায়াবিদ্যা ব্যবহারকারীরা আর তোমার মধ্যে থাকবে না।

13. তোমার মধ্য থেকে আমি খোদাই করা মূর্তিগুলো এবং তোমার পূজার সব খুঁটি নষ্ট করে ফেলব; তোমার হাতে গড়া জিনিসকে তুমি আর পূজা করবে না।

14. আমি তোমার মধ্য থেকে সব আশেরা-খুঁটি উপ্‌ড়ে ফেলব এবং তোমার শহরগুলো ভেংগে ফেলব।

15. যে জাতিরা আমার বাধ্য হয় নি আমি ভীষণ ক্রোধে তাদের উপর প্রতিশোধ নেব।”