ওল্ড টেস্টামেন্ট

নববিধান

মালাখি 1:1-5 পবিত্র বাইবেল (SBCL)

1. মালাখির মধ্য দিয়ে ইস্রায়েলের কাছে সদাপ্রভুর বাক্য।

2-3. সদাপ্রভু বলছেন, “আমি তোমাদের ভালবেসেছি,” কিন্তু তোমরা বলছ, “তুমি কেমন করে আমাদের ভালবেসেছ?” এর উত্তরে সদাপ্রভু বলছেন, “এষৌ কি যাকোবের ভাই ছিল না? তবুও তো আমি যাকোবকে ভালবেসেছি কিন্তু এষৌকে অগ্রাহ্য করেছি। আমি তার পাহাড়গুলো ধ্বংসস্থান করেছি ও তার জায়গা মরু-এলাকার শিয়ালগুলোকে দিয়েছি।”

4. ইদোম হয়তো বলবে, “আমাদের চুরমার করা হলেও আমরা ধ্বংসস্থানগুলো আবার গড়ে তুলব।” কিন্তু সর্বক্ষমতার অধিকারী সদাপ্রভু বলছেন, “তারা গড়তে পারে কিন্তু আমি ভেংগে ফেলব। তাদের বলা হবে, ‘দুষ্ট দেশ’ এবং ‘যে জাতি সব সময় সদাপ্রভুর ক্রোধের তলায় রয়েছে।’

5. তোমরা তা নিজের চোখে দেখবে ও বলবে, ‘ইস্রায়েলের সীমানার বাইরেও সদাপ্রভু মহান।’ ”

সম্পূর্ণ অধ্যায় পড়ুন মালাখি 1