ওল্ড টেস্টামেন্ট

নববিধান

বিলাপ 3:55-66 পবিত্র বাইবেল (SBCL)

55. হে সদাপ্রভু, সেই গভীর গর্তের মধ্য থেকেআমি তোমাকে ডাকলাম।

56. তুমি আমার এই মিনতি শুনেছিলে,“সাহায্যের জন্য আমার কান্নার প্রতিতুমি কান বন্ধ করে রেখো না।”

57. আমি যখন তোমাকে ডেকেছি তখন তুমি কাছে এসে বলেছ,“ভয় কোরো না।”

58. হে প্রভু, তুমি আমার পক্ষ নিয়েছ,তুমি আমার প্রাণ মুক্ত করেছ।

59. হে সদাপ্রভু, আমার প্রতি যে অন্যায় করা হয়েছেতা তো তুমি দেখেছ।আমার প্রতি ন্যায়বিচার কর।

60. তারা কিভাবে প্রতিশোধ নিয়েছে তা তুমি দেখেছ,দেখেছ আমার বিরুদ্ধে তাদের সব ষড়যন্ত্র।

61. হে সদাপ্রভু, তাদের টিট্‌কারির কথা তুমি শুনেছ,শুনেছ আমার বিরুদ্ধে তাদের সব ষড়যন্ত্রের কথা।

62. আমার শত্রুরা সারাদিন ধরে আমার বিরুদ্ধেকত ফিস্‌ ফিস্‌ করে ও নানা কথা বলে।

63. দেখ, তাদের সমস্ত কাজের মধ্যে তারা গান গেয়ে গেয়েআমাকে ঠাট্টা-বিদ্রূপ করে।

64. হে সদাপ্রভু, তাদের কাজ অনুসারে তুমি তাদের ফল দাও।

65. তাদের অন্তর কঠিন কর,আর তোমার অভিশাপ তাদের উপরে পড়ুক।

66. তুমি ক্রোধে তাদের তাড়া কর,তোমার আকাশের নীচ থেকে তাদের ধ্বংস করে ফেল।

সম্পূর্ণ অধ্যায় পড়ুন বিলাপ 3