ওল্ড টেস্টামেন্ট

নববিধান

বিলাপ 3:40-49 পবিত্র বাইবেল (SBCL)

40. এস, আমরা আমাদের জীবন-পথের পরীক্ষা করি ও যাচাই করিএবং সদাপ্রভুর কাছে ফিরে যাই।

41. এস, আমরা আমাদের অন্তর ও হাতস্বর্গে ঈশ্বরের দিকে উঠাই আর বলি,

42. “আমরা পাপ করেছি, বিদ্রোহ করেছি;তুমি ক্ষমা কর নি।

43. তুমি ক্রোধ দিয়ে নিজেকে ঢেকে আমাদের তাড়া করেছ;মমতা না করে তুমি মেরে ফেলেছ।

44. তুমি মেঘ দিয়ে নিজেকে ঢেকেছযাতে কোন প্রার্থনা তার মধ্য দিয়ে যেতে না পারে।

45. জাতিদের মধ্যে তুমি আমাদের করেছময়লা ও আবর্জনার মত।

46. আমাদের সব শত্রুরা আমাদের বিরুদ্ধেমুখ বড় করে হা করেছে।

47. আমরা ভয়, ফাঁদ, সর্বনাশ ও ধ্বংসের মুখে পড়েছি।”

48. আমার লোকেরা ধ্বংস হয়ে যাচ্ছে,সেজন্য আমার চোখ থেকে জলের স্রোত বইছে।

49. আমার চোখ থেকে স্রোত বইতেই থাকবে, থামবে না,

সম্পূর্ণ অধ্যায় পড়ুন বিলাপ 3