ওল্ড টেস্টামেন্ট

নববিধান

বিলাপ 2:5-9 পবিত্র বাইবেল (SBCL)

5. সদাপ্রভু শত্রুর মত হয়েছেন;তিনি ইস্রায়েলকে গ্রাস করেছেন।তিনি গ্রাস করেছেন তার সব বড় বড় বাড়ীগুলোআর ধ্বংস করে দিয়েছেন তার সব দুর্গ।তিনি যিহূদা-কন্যার শোক ও বিলাপ বাড়িয়ে দিয়েছেন।

6. তিনি বাগানের গাছের মত করে তাঁর বাসস্থানকে উপ্‌ড়ে ফেলেছেন;ধ্বংস করে দিয়েছেন তাঁর নির্দিষ্ট মিলন স্থানকে।সদাপ্রভু সিয়োনকে তার সব পর্ব ও বিশ্রামবারের কথা ভুলিয়ে দিয়েছেন;ভয়ংকর ক্রোধে রাজা ও পুরোহিতকেতিনি অগ্রাহ্য করেছেন।

7. সদাপ্রভু তাঁর বেদীকে অগ্রাহ্য করেছেন,ত্যাগ করেছেন তাঁর পবিত্র জায়গা।তাঁর দুর্গগুলোর সমস্ত দেয়াল তিনি শত্রুর হাতে তুলে দিয়েছেন।পর্বের দিনের মত করে শত্রুরা সদাপ্রভুর ঘরে চিৎকার করছে।

8. সিয়োন-কন্যার চারপাশের দেয়াল ভেংগে ফেলাইসদাপ্রভু স্থির করেছেন।তিনি মাপের দড়ি দিয়ে মেপেছেনআর ধ্বংস করবার কাজে নিজের হাতকে থামিয়ে রাখেন নি।তিনি সিয়োনের দুর্গ ও দেয়ালকে বিলাপ করিয়েছেন;সেগুলো একসংগে দুর্বল হয়ে পড়েছে।

9. তার ফটকগুলো মাটিতে ঢেকে গেছে;আগলগুলো তিনি ভেংগে নষ্ট করে দিয়েছেন।তার রাজা ও নেতারা জাতিদের মধ্যে বন্দী হয়ে আছে;আইন-কানুন বলতে কিছু নেই;তার নবীরা সদাপ্রভুর কাছ থেকে আর দর্শন পায় না।

সম্পূর্ণ অধ্যায় পড়ুন বিলাপ 2