ওল্ড টেস্টামেন্ট

নববিধান

বিলাপ 1:14-17 পবিত্র বাইবেল (SBCL)

14. আমার সব পাপ তিনি জোয়ালের মত বেঁধেছেন;তিনি হাত দিয়ে সেগুলো একসংগে বুনেছেন।সেগুলো আমার ঘাড়ের উপর দেওয়া হয়েছে;সদাপ্রভুই আমার শক্তিকে দুর্বল করেছেন।যাদের আমি বাধা দিতে পারি নাতাদের হাতেই তিনি আমাকে তুলে দিয়েছেন।

15. সদাপ্রভুই আমার মধ্যেকার সব যোদ্ধাদের বাতিল করেছেন;আমার যুবকদের গুঁড়িয়ে দেবার জন্যআমার বিরুদ্ধে একটা সময় ঠিক করেছেন।আংগুর মাড়াইয়ের গর্তে কুমারী কন্যা যিহূদাকেতিনি পায়ে মাড়িয়েছেন।

16. সেইজন্যই আমি কাঁদছি,আমার চোখ জলে ভেসে যাচ্ছে।আমাকে সান্ত্বনা দেবার জন্য আমার কাছে কেউ নেই,কেউ নেই যে আমার প্রাণ জুড়িয়ে দেয়।আমার ছেলেমেয়েরা একা হয়ে গেছে,কারণ শত্রু জয়ী হয়েছে।”

17. সিয়োন তার হাত বাড়িয়ে দিয়েছে,কিন্তু তাকে সান্ত্বনা দেবার কেউ নেই।সদাপ্রভু যাকোবের জন্য এই আদেশ দিয়েছেন যে,তার প্রতিবেশীরা তার শত্রু হবে।তাদের মধ্যে যিরূশালেম হয়েছে একটা অশুচি জিনিস।

সম্পূর্ণ অধ্যায় পড়ুন বিলাপ 1