ওল্ড টেস্টামেন্ট

নববিধান

বিলাপ 1:1-8 পবিত্র বাইবেল (SBCL)

1. হায়! যে শহর একদিন লোকজনে পরিপূর্ণ ছিলসে কেমন একা পড়ে রয়েছে।যে শহর একদিন জাতিদের মধ্যে প্রধান ছিল,সে এখন বিধবার মত হয়েছে।যে ছিল প্রদেশগুলোর রাণীসে এখন হয়েছে দাসী।

2. সে রাতের বেলা খুব কাঁদতে থাকে,চোখের জলে তার গাল ভেসে যায়।তার প্রেমিকদের মধ্যেতাকে সান্ত্বনা দেবার জন্য একজনও নেই।তার বন্ধুরা সবাই তার প্রতি বিশ্বাসঘাতকতা করেছে;তারা সকলেই তার শত্রু হয়েছে।

3. কষ্ট ও কঠিন পরিশ্রমের পরযিহূদা দূরে বন্দীদশায় গেছে।সে বিভিন্ন জাতির মধ্যে বাস করছে;কোথাও সে বিশ্রামস্থান পায় নি।যারা তাকে তাড়া করছিলতারা তার কষ্টের মধ্যেই তাকে ধরে ফেলেছে।

4. সিয়োনের রাস্তাগুলো শোক করছে,কারণ নির্দিষ্ট পর্বে কেউ আর আসে না।তার সব ফটকে ঢুকবার পথ খালি।তার পুরোহিতেরা কাত্‌রাচ্ছে, যুবতী মেয়েরা দুঃখ করছে,তাতে সে মনে খুব ব্যথা পাচ্ছে।

5. তার বিপক্ষেরা তার মনিব হয়েছে;তার শত্রুরা আরামে আছে।তার অনেক পাপের জন্য সদাপ্রভুই তাকে দুঃখ দিয়েছেন।তার ছোট ছোট ছেলেমেয়ে বন্দী হয়ে শত্রুর আগে আগে গেছে।

6. সিয়োন-কন্যার সব জাঁকজমক চলে গেছে।তার নেতারা এমন সব হরিণের মতযারা চরবার জায়গা পায় না;তারা দুর্বল হয়ে তাদেরই আগে আগে পালিয়ে গেছেযারা তাদের তাড়া করছে।

7. যিরূশালেম তার কষ্টের আর ঘুরে বেড়াবার দিনগুলোতেতার পুরানো দিনের ধন-সম্পদের কথা মনে করছে।তার লোকেরা যখন শত্রুর হাতে পড়েছিলতখন তাকে সাহায্য করার কেউ ছিল না।তার শত্রুরা তার দিকে তাকিয়েতার ধ্বংসের জন্য ঠাট্টা-বিদ্রূপ করেছিল।

8. যিরূশালেম খুব পাপ করেছে,তাই সে অশুচি হয়ে গেছে।যারা তাকে সম্মান করততারা সবাই তাকে তুচ্ছ করছে,কারণ তারা তার উলংগ অবস্থা দেখেছে;সে দীর্ঘনিঃশ্বাস ফেলছে ও মুখ লুকাচ্ছে।

সম্পূর্ণ অধ্যায় পড়ুন বিলাপ 1