ওল্ড টেস্টামেন্ট

নববিধান

বিচারকর্তৃগণ 5:7-19 পবিত্র বাইবেল (SBCL)

7. তখন ইস্রায়েলীয়দের গ্রামেকেউ বাস করত না;যতদিন না আমি দবোরাইস্রায়েলীয়দের মায়ের মত হলাম,ততদিন তাদের গ্রামগুলো জনশূন্য ছিল।

8. তারা যখন নতুন দেব-দেবতার দিকেমন দিলতখন তাদের শহর-ফটকের কাছে যুদ্ধ হল।চল্লিশ হাজার ইস্রায়েলীয়ের হাতেএকটা ঢালও ছিল না,একটা বর্শাও ছিল না।

9. আমার মন চলে গেল ইস্রায়েলের সেই সবনেতাদের কাছেযারা নিজের ইচ্ছায় যুদ্ধ করতে গেল;সদাপ্রভুর গৌরব হোক!

10. তোমরা যারা সাদা গাধীর উপর চড়েআর কম্বলের গদির উপর বসেরাস্তা দিয়ে যাচ্ছ,তোমরা এই সব বিষয় নিয়ে গান কর।

11. শোন, জল তুলবার জায়গায়লোকেরা বলাবলি করছে;তারা ইস্রায়েলের গ্রামের লোকদের জন্যসদাপ্রভুর উদ্ধার-কাজের কথা বলছে।এসব শুনে সদাপ্রভুর লোকেরাশহরের ফটকগুলোর কাছে গেল।

12. জাগো দবোরা, জাগো!জাগো, জাগো, গান গাও।ওহে অবীনোয়মের ছেলে বারক, ওঠো;যুদ্ধে যারা ধরা পড়েছে তাদের নিয়ে যাও।

13. তারপর বেঁচে থাকা লোকেরাগণ্যমান্য লোকদের কাছে আসল;সদাপ্রভুর লোকেরা যুদ্ধ করবার জন্যআসল আমার কাছে।

14. কিছু লোক আসল ইফ্রয়িম থেকেযেখানে অমালেকীয়েরা বাস করত;তারা আসল বিন্যামীন-গোষ্ঠীরলোকদের পিছনে।মাখীর থেকে নেতারা আসলেন,আর সবূলূন থেকে শাসনকর্তারা আসলেনদণ্ড হাতে নিয়ে।

15. ইষাখরের সেনাপতিরা দবোরারসংগে গেলেন;ইষাখরের লোকেরা দৌড়ে উপত্যকায়নেমে গেলবারকের পিছে পিছে।রূবেণের সৈন্যদল শক্তভাবেমন স্থির করল।

16. হে রূবেণের লোকেরা,কেন তোমরা ভেড়ার খোঁয়াড় দু’টারমাঝখানে বসে ছিলে?তোমরা কি রাখালদের বাঁশীশুনতে চেয়েছিলে?রূবেণের সৈন্যদলের মধ্যেভীষণ মতের অমিল হল।

17. গিলিয়দের লোকেরা রয়ে গেলযর্দনের ওপারে।দান-গোষ্ঠী কেন রয়ে গেলজাহাজের কাছে?আশের-গোষ্ঠীর লোকেরাসাগরের পারে রয়ে গেল;তারা বন্দরের কাছেই রয়ে গেল।

18. যুদ্ধে সবূলূনের লোকেরা জীবনেরঝুঁকি নিল;যুুদ্ধের মাঠের উঁচু জায়গাগুলোতেনপ্তালির লোকেরাও জীবনের ঝুঁকি নিল।

19. রাজারা, কনানের রাজারা এসে যুদ্ধ করল;মগিদ্দোর জলের কাছে তানকেতারা যুদ্ধ করল,কিন্তু কোন রূপা তারা লুটে নিতে পারল না।

সম্পূর্ণ অধ্যায় পড়ুন বিচারকর্তৃগণ 5