ওল্ড টেস্টামেন্ট

নববিধান

বিচারকর্তৃগণ 5:2-12 পবিত্র বাইবেল (SBCL)

2. ইস্রায়েলের নেতারা যুদ্ধে লোকদেরপরিচালনা করলেন,আর লোকেরাও নিজের ইচ্ছায়এগিয়ে গেল।সদাপ্রভুর গৌরব হোক!

3. ওহে রাজারা, আপনারা শুনুন;ওহে শাসনকর্তারা, আপনারা শুনুন;আমি সদাপ্রভুর উদ্দেশে গান গাইব,ইস্রায়েলের ঈশ্বর সদাপ্রভুর উদ্দেশেপ্রশংসা-গান গাইব।

4. হে সদাপ্রভু, তুমি যখন সেয়ীর থেকেরওনা হলে,ইদোম দেশ থেকে বেরিয়ে গেলে,তখন পৃথিবী কেঁপে উঠলআর আকাশ থেকে মেঘ জলধারাঢেলে দিল।

5. তখন সদাপ্রভুর সামনে পাহাড়-পর্বতকেঁপে উঠল,ইস্রায়েলের ঈশ্বর সদাপ্রভুর সামনেসিনাই পাহাড় কেঁপে উঠল।

6. অনাতের ছেলে শম্‌গরআর যায়েলের সময়েসদর রাস্তা ছেড়ে পথিকেরাঘুর পথে চলত।

7. তখন ইস্রায়েলীয়দের গ্রামেকেউ বাস করত না;যতদিন না আমি দবোরাইস্রায়েলীয়দের মায়ের মত হলাম,ততদিন তাদের গ্রামগুলো জনশূন্য ছিল।

8. তারা যখন নতুন দেব-দেবতার দিকেমন দিলতখন তাদের শহর-ফটকের কাছে যুদ্ধ হল।চল্লিশ হাজার ইস্রায়েলীয়ের হাতেএকটা ঢালও ছিল না,একটা বর্শাও ছিল না।

9. আমার মন চলে গেল ইস্রায়েলের সেই সবনেতাদের কাছেযারা নিজের ইচ্ছায় যুদ্ধ করতে গেল;সদাপ্রভুর গৌরব হোক!

10. তোমরা যারা সাদা গাধীর উপর চড়েআর কম্বলের গদির উপর বসেরাস্তা দিয়ে যাচ্ছ,তোমরা এই সব বিষয় নিয়ে গান কর।

11. শোন, জল তুলবার জায়গায়লোকেরা বলাবলি করছে;তারা ইস্রায়েলের গ্রামের লোকদের জন্যসদাপ্রভুর উদ্ধার-কাজের কথা বলছে।এসব শুনে সদাপ্রভুর লোকেরাশহরের ফটকগুলোর কাছে গেল।

12. জাগো দবোরা, জাগো!জাগো, জাগো, গান গাও।ওহে অবীনোয়মের ছেলে বারক, ওঠো;যুদ্ধে যারা ধরা পড়েছে তাদের নিয়ে যাও।

সম্পূর্ণ অধ্যায় পড়ুন বিচারকর্তৃগণ 5