ওল্ড টেস্টামেন্ট

নববিধান

পরমগীত 3:2-4 পবিত্র বাইবেল (SBCL)

2. আমি ভাবলাম, আমি এখন উঠে শহরের মধ্যে ঘুরে বেড়াব,ঘুরে বেড়াব রাস্তায় রাস্তায়, চকে চকে;সেখানে আমি আমার প্রাণের প্রিয়তমকে খুঁজব;আমি তাঁর খোঁজ করছিলাম কিন্তু তাঁকে পেলাম না।

3. পাহারাদারেরা শহরে ঘুরে ঘুরে পাহারা দেবার সময়আমাকে দেখতে পেল।আমি তাদের জিজ্ঞাসা করলাম,“তোমরা কি আমার প্রাণের প্রিয়তমকে দেখেছ?”

4. তাদের পার হয়ে এগিয়ে যেতেইআমি আমার প্রাণের প্রিয়তমের দেখা পেলাম।তাঁকে ধরে আমার মায়ের ঘরে না আনা পর্যন্তআমি তাঁকে ছাড়লাম না;যিনি আমাকে গর্ভে ধরেছিলেনআমি তাঁরই ঘরে তাঁকে আনলাম।

সম্পূর্ণ অধ্যায় পড়ুন পরমগীত 3