ওল্ড টেস্টামেন্ট

নববিধান

পরমগীত 1:1-6 পবিত্র বাইবেল (SBCL)

1. এটা সবচেয়ে সুন্দর গান। এই গান শলোমনের।

2. তুমি চুম্বনে চুম্বনে আমাকে ভরে দাও,কারণ তোমার ভালবাসা আংগুর-রসের চেয়েও ভাল।

3. তোমার তেলের সুগন্ধ আনন্দ দান করে;ঢেলে দেওয়া সুগন্ধির মতই তোমার নাম।তাই তো মেয়েরা তোমাকে ভালবাসে।

4. আমি রাজাকে বললাম, “তুমি আমাকে তোমার সংগে নাও;চল, আমরা তাড়াতাড়ি যাই।”তিনি আমাকে তাঁর ঘরে নিয়ে গেলেন।আমরা আপনাকে নিয়ে আনন্দ করব ও খুশী হব;আংগুর-রসের চেয়েও আপনার ভালবাসার বেশী প্রশংসা করব।তারা যে তোমাকে ভালবাসে তা ঠিকই করে।

5. হে যিরূশালেমের মেয়েরা,আমি কেদরের তাম্বুর মত কালোকিন্তু শলোমনের তাম্বুর পর্দার মত সুন্দরী।

6. আমি কালো বলে আমার দিকে এইভাবে তাকিয়ে থেকো না,কারণ সূর্য আমার রং কালো করেছে।আমার ভাইয়েরা আমার উপর রাগ করেআংগুর ক্ষেতের দেখাশোনার ভার আমাকে দিয়েছে,সেইজন্য আমার নিজের আংগুর ক্ষেতের দেখাশোনা আমি করি নি।

সম্পূর্ণ অধ্যায় পড়ুন পরমগীত 1