ওল্ড টেস্টামেন্ট

নববিধান

নহিমিয় 10:1-15 পবিত্র বাইবেল (SBCL)

1. যাঁরা তার উপর সীলমোহর দিয়েছিলেন তাঁরা হলেন হখলিয়ের ছেলে শাসনকর্তা নহিমিয় ও সিদিকিয়,

2. সরায়, অসরিয়, যিরমিয়,

3. পশহূর, অমরিয়, মল্কিয়,

4-6. হটূশ, শবনিয়, মল্লূক, হারীম, মরেমোৎ, ওবদিয়, দানিয়েল, গিন্নথোন, বারূক,

7. মশুল্লম, অবিয়, মিয়ামীন,

8. মাসিয়, বিল্‌গয় ও শময়িয়। এঁরা সবাই পুরোহিত ছিলেন।

9-10. লেবীয়দের মধ্য থেকে যাঁরা সীলমোহর দিয়েছিলেন তাঁরা হলেন অসনিয়ের ছেলে যেশূয়, হেনাদদের বংশধর বিন্নুয়ী ও কদ্‌মীয়েল এবং তাঁদের সহকর্মী শবনিয়, হোদিয়, কলীট, পলায়, হানন,

11. মীখা, রহোব, হশবিয়,

12. সক্কূর, শেরেবিয়, শবনিয়,

13. হোদীয়, বানি ও বনীনু।

14. লোকদের নেতাদের মধ্য থেকে যাঁরা সীলমোহর দিয়েছিলেন তাঁরা হলেন পরোশ, পহৎ-মোয়াব, এলম, সত্তূ, বানি,

15. বুন্নি, অস্‌গদ, বেবয়,

সম্পূর্ণ অধ্যায় পড়ুন নহিমিয় 10