ওল্ড টেস্টামেন্ট

নববিধান

দ্বিতীয় বিবরণ 33:3-13 পবিত্র বাইবেল (SBCL)

3. “সত্যিই তিনি তাঁরনিজের লোকদের ভালবাসেন।পবিত্র দূতেরা তাঁর অধীনে রয়েছেন,তাঁরা সবাই তাঁর পায়ে নত হয়ে আছেন;তাঁরই কাছে তাঁরা আদেশ পান।

4. আমাদের কাছে মোশিযে আইন-কানুন দিয়েছিলেন,সেটাই হল যাকোব-গোষ্ঠীর ধন।

5. যখন ইস্রায়েলীয় সর্দারেরা জড়ো হলেন,তাদের সংগে ইস্রায়েলীয় সব গোষ্ঠীজড়ো হল,তখন সদাপ্রভুই ছিলেন যিশুরূণের রাজা।”

6. রূবেণ সম্বন্ধে মোশি বলেছিলেন,“রূবেণকে বাঁচিয়ে রাখ,মৃত্যু তার দূরে রাখ;তার লোকসংখ্যা যেন কম থাকে।”

7. যিহূদা সমন্ধে তিনি বলেছিলেন,“হে সদাপ্রভু, তুমি যিহূদার কথা শোন;তার লোকদের মধ্যে তাকে ফিরিয়ে আন।তার নিজের দু’হাত সে যুদ্ধে লাগায়;শত্রুর বিরুদ্ধে তুমি তার সহায় হও।”

8. লেবি সম্বন্ধে তিনি বলেছিলেন,“তোমার ভক্তের কাছেতোমার তূম্মীম ও ঊরীম আছে;মঃসাতে তুমি তার পরীক্ষা করেছিলে,মরীবার জলের কাছেতার সংগে ঝগড়া করেছিলে।

9. নিজের বাপ-মাকে বড় করে না দেখে,নিজের ভাইদের স্বীকার না করে,নিজের ছেলেমেয়েদের অস্বীকার করে,সে তোমার বাক্য পাহারা দিয়েছেআর তোমার ব্যবস্থা রক্ষা করেছে।

10. তোমার আদেশ সে যাকোবকে শিখায়,আর আইন-কানুন শিখায় ইস্রায়েলকে।সে তোমার সামনে ধূপ জ্বালায়,তোমার বেদীর উপরেপোড়ানো-উৎসর্গ করে।

11. হে সদাপ্রভু, তুমি তার সম্পত্তিতেআশীর্বাদ কর,তার সব কাজে তুমি খুশী হও।তুমি তার শত্রুর কোমর ভেংগে দাও;যারা তাকে ঘৃণা করেতাদের কোমর ভেংগে দাও,যেন তারা আর দাঁড়াতে না পারে।”

12. বিন্যামীন সম্বন্ধে তিনি বলেছিলেন,“সদাপ্রভু যাকে ভালবাসেনসে নিরাপদে তাঁর কাছে থাকবে;তিনি সব সময় তাকে আড়ালে রাখেন;তাঁরই পিঠের উপর তার স্থান।”

13. যোষেফ সম্বন্ধে তিনি বলেছিলেন,“সদাপ্রভু তার দেশকেযেন আশীর্বাদ করেনআকাশের মহামূল্য শিশির দিয়ে,মাটির নীচের জল দিয়ে,

সম্পূর্ণ অধ্যায় পড়ুন দ্বিতীয় বিবরণ 33