ওল্ড টেস্টামেন্ট

নববিধান

দ্বিতীয় বিবরণ 33:10-21 পবিত্র বাইবেল (SBCL)

10. তোমার আদেশ সে যাকোবকে শিখায়,আর আইন-কানুন শিখায় ইস্রায়েলকে।সে তোমার সামনে ধূপ জ্বালায়,তোমার বেদীর উপরেপোড়ানো-উৎসর্গ করে।

11. হে সদাপ্রভু, তুমি তার সম্পত্তিতেআশীর্বাদ কর,তার সব কাজে তুমি খুশী হও।তুমি তার শত্রুর কোমর ভেংগে দাও;যারা তাকে ঘৃণা করেতাদের কোমর ভেংগে দাও,যেন তারা আর দাঁড়াতে না পারে।”

12. বিন্যামীন সম্বন্ধে তিনি বলেছিলেন,“সদাপ্রভু যাকে ভালবাসেনসে নিরাপদে তাঁর কাছে থাকবে;তিনি সব সময় তাকে আড়ালে রাখেন;তাঁরই পিঠের উপর তার স্থান।”

13. যোষেফ সম্বন্ধে তিনি বলেছিলেন,“সদাপ্রভু তার দেশকেযেন আশীর্বাদ করেনআকাশের মহামূল্য শিশির দিয়ে,মাটির নীচের জল দিয়ে,

14. সূর্যের সেরা দান দিয়ে,মৌসুমের সেরা ফসল দিয়ে,

15. পুরানো পাহাড়ের সম্পদ দিয়ে,চিরকালের পাহাড়ের ধন দিয়ে,

16. ভরা দুনিয়ার ভাল ভাল জিনিস দিয়ে,আর জ্বলন্ত ঝোপে যিনি ছিলেনতাঁর দয়া দিয়ে।যোষেফের মাথায় এই সব আশীর্বাদঝরে পড়ুক;ভাইদের মধ্যে যে মহৎ তাঁরই মাথায়ঝরে পড়ুক এই সব আশীর্বাদ।

17. তার মহিমা প্রথমে জন্মানো ষাঁড়ের মত,তার মাথায় রয়েছে বুনো ষাঁড়ের শিং।তা দিয়ে সে গুঁতাবে দুনিয়ার সব জাতিকে,এমন কি, এর শেষ সীমানার জাতিকেও।এই রকমই হবে ইফ্রয়িমের লক্ষ লক্ষআর মনঃশির হাজার হাজার লোক।”

18. সবূলূন সম্বন্ধে তিনি বলেছিলেন,“সবূলূন বাইরের কাজে খুশী হোক,আর ইষাখর খুশী হোক ঘরের কাজে।

19. লোকদের তারা পাহাড়ের ধারে ডাকবে;সেখানে যোগ্য মনোভাব নিয়েতারা পশু-উৎসর্গ করবে।সাগর থেকে তারা তুলবে সাগরের ধন,আর বালি থেকে তুলে আনবেবালির তলার ধন।”

20. গাদ সম্বন্ধে তিনি বলেছিলেন,“ধন্য তিনি, যিনি গাদের রাজ্যেরসীমা বাড়াবেন।সে সিংহের মত বসবেআর শত্রুর মাথা ও হাত ছিঁড়বে।

21. সব জায়গার সেরা জায়গাসে বেছে নিয়েছে;নেতার যোগ্য পাওনা তার জন্যরাখা আছে।যুদ্ধে জড়ো হওয়া সর্দারদের মধ্যেসে-ই সদাপ্রভুর ন্যায়-ভরা হুকুমপালন করেছে,পালন করেছে ইস্রায়েলকে দেওয়াসদাপ্রভুর নিয়ম।”

সম্পূর্ণ অধ্যায় পড়ুন দ্বিতীয় বিবরণ 33