ওল্ড টেস্টামেন্ট

নববিধান

দ্বিতীয় বিবরণ 32:32-39 পবিত্র বাইবেল (SBCL)

32. সদাপ্রভু বললেন, “তাদের আংগুর গাছসদোমের আংগুর গাছ থেকেআর ঘমোরার ক্ষেত থেকে এসেছে।তাদের আংগুরে রয়েছে বিষ,তাদের আংগুরের থোকা তেতো।

33. তাদের আংগুর-রস হল সাপের বিষ,গোখ্‌রা সাপের ভয়ংকর বিষ।

34. আমার কাছেই তা তোলা আছে,আমার ভাণ্ডার ঘরে সীলমোহর করা আছে।

35. অন্যায়ের শাস্তি দেবার অধিকার আমারই;যার যা পাওনা আমি তাকে তা-ই দেব।সময় হলেই শত্রুদের পা পিছ্‌লে যাবে;তাদের ধ্বংসের দিন তাদের কাছেএসে গেছে।তাদের জন্য যা ঠিক করে রাখা হয়েছে,তা শীঘ্রই তাদের উপর এসে পড়বে।”

36. সদাপ্রভু যখন দেখবেন,তাঁর লোকদের শক্তি ফুরিয়ে গেছে,দাস বা স্বাধীন কারও আর শক্তি নেই,তখন তিনি তাঁর লোকদের পক্ষ নেবেন,তাঁর দাসদের উপর করুণা করবেন।

37. তিনি তখন বলবেন,“কোথায় এখন তাদের দেব-দেবতারা?কোথায় তাদের সেই পাহাড়যাঁর কাছে তারা আশ্রয় নিয়েছিল?

38. কোথায় সেই দেব-দেবতারাযারা তাদের বলির পশুর চর্বি খেয়েছিল,খেয়েছিল তাদের ঢালন-উৎসর্গেরআংগুর-রস?এখন তারা এসে তোমাদেরসাহায্য করুক,আর তোমাদের আশ্রয় দিক।

39. এবার তোমরা ভেবে দেখ যে,আমিই তিনি;আমি ছাড়া আর কোন ঈশ্বর নেই।মরণ-বাঁচন আমারই হাতে,আমি ক্ষত করেছি, আমিই সুস্থ করব;আমার হাত থেকে বাঁচাতে পারেএমন কেউ নেই।

সম্পূর্ণ অধ্যায় পড়ুন দ্বিতীয় বিবরণ 32