ওল্ড টেস্টামেন্ট

নববিধান

দ্বিতীয় বিবরণ 32:20-30 পবিত্র বাইবেল (SBCL)

20. তিনি বললেন, “আমি তাদের কাছ থেকেমুখ ফিরিয়ে নেব,শেষে তাদের দশা কি হয় দেখব;কারণ এরা উল্টা পথে চলা জাতি,অবিশ্বস্ত সন্তান।

21. ঈশ্বর নয় এমন দেবতার পূজা করেতারা আমার পাওনা ভক্তির আগ্রহেআগুন লাগিয়েছে;অসার প্রতিমার পূজা করেতারা আমার ক্রোধ জাগিয়ে তুলেছে।জাতিই নয় এমন জাতির হাতে ফেলেআমিও তাদের অন্তরে আগুন জ্বালাব;একটা অবুঝ জাতির হাতে ফেলেতাদের ক্রোধ জাগাব।

22. আমার ক্রোধের আগুন জ্বলে উঠেছে;সেই আগুন জ্বলছে মৃতস্থানেরসবচেয়ে নীচু জায়গা পর্যন্ত।সেই আগুন পৃথিবী ও তারসব ফসল খেয়ে ফেলবেআর আগুন লাগাবে সব পাহাড়ের তলায়।

23. “আমি সমস্ত বিপদ এনেতাদের উপর জড়ো করব;আমার সব তীর আমি তাদেরই উপরশেষ করব।

24. আমি তাদের উপর দেহ ক্ষয় করা দুর্ভিক্ষ,ধ্বংসকারী মড়ক আর কষ্ট ভরা রোগপাঠিয়ে দেব।তাদের বিরুদ্ধে আমি বুনো দাঁতাল পশুআর বুকে ভর করে চলা বিষাক্ত সাপপাঠিয়ে দেব।

25. শহরের বাইরে তলোয়ারের ঘায়েতাদের সন্তানেরা মারা পড়বে,আর বাড়ীর ভিতরে ভয়ের রাজত্ব চলবে।তাদের সব যুবক-যুবতী, ছোট ছেলেমেয়েআর বুড়োরা ধ্বংস হয়ে যাবে।

26. আমি বলেছিলাম, আমি তাদেরটুকরা টুকরা করে ফেলব,তাদের কথা মানুষের মন থেকেমুছে ফেলব।

27. কিন্তু আমি জানতাম এতে শত্রুবড়াই করবেআর না বুঝে বলবে যে,তাদেরই জয় হয়েছে;সদাপ্রভু এই সব কিছুই করেন নি।”

28. ইস্রায়েল জাতির মধ্যে ভালবুদ্ধি দেবার লোক নেই,তাদের বিচারবুদ্ধি বলে কিছু নেই।

29. বুদ্ধি থাকলে এই কথাটা তারা বুঝত,বুঝত তাদের শেষ দশা কি হবে।

30. কি করে একজন হাজার জনকে তাড়ায়,কি করে দু’জনকে দেখে দশ হাজার পালায়,যদি না তাদের আশ্রয়-পাহাড়শত্রুদের হাতেতাদের বিকিয়ে দিয়ে থাকেন,যদি না সদাপ্রভু শত্রুদের হাতেতাদের তুলে দিয়ে থাকেন?

সম্পূর্ণ অধ্যায় পড়ুন দ্বিতীয় বিবরণ 32