ওল্ড টেস্টামেন্ট

নববিধান

দানিয়েল 11:3-13 পবিত্র বাইবেল (SBCL)

3. তখন একজন শক্তিশালী রাজা উঠবে এবং মহাশক্তিতে রাজত্ব করবে; সে যা খুশী তা-ই করবে।

4. সে উঠবার পরে তার রাজ্য ভেংগে চার দিকে চার ভাগে ভাগ হয়ে যাবে। তার রাজ্য তার বংশধরদের হাতে যাবে না; সেই রাজ্যটা যাদের হাতে যাবে আগের রাজার মত তাদের শক্তি থাকবে না, কারণ তাদের রাজ্য ধ্বংস হয়ে অন্যদের হাতে যাবে।

5. “দক্ষিণ দিকের রাজা শক্তিশালী হবে, কিন্তু তার একজন সেনাপতি তার চেয়ে আরও শক্তিশালী হয়ে আরও বড় রাজ্য শাসন করবে।

6. কয়েক বছর পরে সে উত্তর দিকের রাজার সংগে বন্ধুত্ব করবে। বন্ধুত্বের জন্য দক্ষিণ দিকের রাজার মেয়েকে উত্তর দিকের রাজার সংগে বিয়ে দেওয়া হবে, কিন্তু সেই মেয়ে সেই বন্ধুত্ব রক্ষা করতে পারবে না এবং সেই রাজা ও তার ক্ষমতাও স্থায়ী হবে না। সেই মেয়েকে, তার রক্ষীদের, তার বাবাকে এবং তার সাহায্যকারীকে মেরে ফেলা হবে।

7. “সেই মেয়ের পরিবারের মধ্য থেকে একজন তার বাবার রাজপদ নেবার জন্য উঠবে। সে উত্তরের রাজার সৈন্যদলকে আক্রমণ করে তার দুর্গে ঢুকবে এবং তাদের বিরুদ্ধে যুদ্ধ করে জয়ী হবে।

8. সে তাদের দেব-দেবতা, ধাতুর তৈরী সব মূর্তি এবং রূপা ও সোনার দামী দামী জিনিস দখল করে মিসরে নিয়ে যাবে। কয়েক বছর সে উত্তরের রাজার প্রতি কিছুই করবে না।

9. তারপর উত্তরের রাজা দক্ষিণের রাজার রাজ্য আক্রমণ করবে, কিন্তু পরে নিজের দেশে ফিরে যাবে।

10. তার ছেলেরা যুদ্ধের জন্য প্রস্তুত হয়ে এক বিরাট সৈন্যদল জড়ো করবে এবং ভীষণ বন্যার মত এগিয়ে গিয়ে যুদ্ধ করতে করতে দক্ষিণের রাজার দুর্গ পর্যন্ত যাবে।

11. “তখন দক্ষিণের রাজা ভীষণ রাগ করে বের হয়ে এসে উত্তরের রাজার বিরুদ্ধে যুদ্ধ করবে। উত্তরের রাজা এক বিরাট সৈন্যদল জোগাড় করলেও তারা হেরে যাবে।

12. দক্ষিণের রাজা সৈন্যদের বন্দী করে নিয়ে যাবার পর অহংকারে পূর্ণ হবে এবং হাজার হাজার লোককে মেরে ফেলবে, তবুও সে শেষ পর্যন্ত জয়ী থাকবে না।

13. পরে উত্তরের রাজা প্রথম সৈন্যদলের চেয়ে আরও বড় একদল সৈন্য জড়ো করবে; কয়েক বছর পরে সে এক বিরাট সৈন্যদল ও প্রচুর মালপত্র নিয়ে এগিয়ে যাবে।

সম্পূর্ণ অধ্যায় পড়ুন দানিয়েল 11