ওল্ড টেস্টামেন্ট

নববিধান

গীতসংহিতা 91:1-4 পবিত্র বাইবেল (SBCL)

1. মহান ঈশ্বরের আশ্রয়ে যে বাস করে সে সর্বশক্তিমানের ছায়ায় থাকে।

2. সদাপ্রভুর সম্বন্ধে আমি এই কথা বলব,“তিনিই আমার আশ্রয় ও আমার দুর্গ;তিনিই আমার ঈশ্বর যাঁর উপরে আমি নির্ভর করি।”

3. তিনি তোমাকে শিকারীদের ফাঁদ থেকেআর সর্বনাশা মড়কের হাত থেকে রক্ষা করবেন।

4. তাঁর পালখে তিনি তোমাকে ঢেকে রাখবেন,তাঁর ডানার নীচে তুমি আশ্রয় পাবে;তাঁর বিশ্বস্ততা তোমার ঢাল ও দেহ-রক্ষাকারী বর্ম হবে।

সম্পূর্ণ অধ্যায় পড়ুন গীতসংহিতা 91