ওল্ড টেস্টামেন্ট

নববিধান

গীতসংহিতা 9:10-19 পবিত্র বাইবেল (SBCL)

10. যারা তোমাকে জানে তারা যেন তোমার উপর নির্ভর করে,কারণ হে সদাপ্রভু, যারা তোমাকে গভীরভাবে জানতে চায়তাদের তুমি কখনও ত্যাগ কর নি।

11. সদাপ্রভু সিয়োনে আছেন;তোমরা তাঁর প্রশংসা-গান কর।তিনি যা করেছেন তা অন্য জাতিদের কাছে ঘোষণা কর;

12. কারণ যিনি রক্তের প্রতিশোধ নেনতিনি মেরে ফেলা লোকদের ভুলে যান না,দুঃখীর কান্না তিনি অবহেলা করেন না।

13. হে সদাপ্রভু, আমার প্রতি দয়া কর;দেখ, আমার শত্রুরা কিভাবে আমাকে অত্যাচার করছে।মৃত্যুর দুয়ার থেকে তুমি আমাকে তুলে আন,

14. যাতে সিয়োন শহরের ফটকগুলোতেআমি তোমার গৌরব প্রচার করতে পারি,তোমার দেওয়া উদ্ধার পেয়ে আনন্দ করতে পারি।

15. অন্য জাতিরা নিজেদের খোঁড়া গর্তে তলিয়ে যাচ্ছে;তাদের লুকানো জালে তাদেরই পা জড়িয়ে গেছে।

16. ন্যায়বিচারের মধ্য দিয়ে সদাপ্রভু নিজেকে জানতে দেন;তিনি দুষ্টদের তাঁর কাজের ফাঁদে ফেলেন। [ধ্যান, সেলা]

17. যে সব জাতি ঈশ্বরকে ভুলে যায়সেই দুষ্টেরা মরে মৃতস্থানে যাবে।

18. অভাবীদের চিরকাল ভুলে থাকা হবে না;অসহায়দের আশা কখনও অপূর্ণ থাকবে না।

19. হে সদাপ্রভু, তুমি ওঠো,মানুষকে তোমার উপর জয়ী হতে দিয়ো না;তোমার সামনে অন্য জাতিদের বিচার হোক।

সম্পূর্ণ অধ্যায় পড়ুন গীতসংহিতা 9