ওল্ড টেস্টামেন্ট

নববিধান

গীতসংহিতা 9:1-5 পবিত্র বাইবেল (SBCL)

1. হে সদাপ্রভু, আমার সমস্ত অন্তর দিয়েআমি তোমার গৌরব করবআর তোমার সব আশ্চর্য কাজের কথা বলব।

2. তোমাকে নিয়েই আমি খুশী থাকব ও আনন্দ করব।হে মহান ঈশ্বর, আমি তোমার প্রশংসা-গান করব।

3. আমার শত্রুরা ফিরে গেছে;তোমার সামনে তারা পড়ে গেছে আর ধ্বংস হয়ে গেছে;

4. কারণ তুমি আমার বিচার করে আমার পক্ষে রায় দিয়েছ;তোমার সিংহাসনে বসে তুমি ন্যায়বিচার করেছ।

5. তুমি অন্য জাতিদের ধম্‌কে দিয়েছ এবং দুষ্টদের ধ্বংস করেছ;তাদের নাম তুমি চিরকালের জন্য মুছে ফেলেছ।

সম্পূর্ণ অধ্যায় পড়ুন গীতসংহিতা 9