ওল্ড টেস্টামেন্ট

নববিধান

গীতসংহিতা 86:1-4 পবিত্র বাইবেল (SBCL)

1. হে সদাপ্রভু, আমার কথায় কান দাও আর আমাকে উত্তর দাও,কারণ আমি দুঃখী আর অভাবী।

2. আমার প্রাণ বাঁচাও, কারণ আমি তোমার ভক্ত;হে আমার ঈশ্বর, যে দাস তোমার উপর নির্ভর করছেতাকে তুমি রক্ষা কর।

3. হে প্রভু, আমার প্রতি দয়া কর,কারণ আমি সারা দিন তোমাকেই ডাকি।

4. তোমার দাসের মনে আনন্দ দাও,কারণ হে প্রভু, আমার অন্তরআমি তোমার দিকেই তুলে ধরছি।

সম্পূর্ণ অধ্যায় পড়ুন গীতসংহিতা 86