ওল্ড টেস্টামেন্ট

নববিধান

গীতসংহিতা 83:8-15 পবিত্র বাইবেল (SBCL)

8. এমন কি, আসিরিয়েরাও তাদের সংগে যোগ দিয়েছেআর লোটের বংশধরদের ডান হাত হয়েছে। [সেলা]

9. তুমি মিদিয়নীয়দের প্রতি যা করেছিলে,কীশোন নদীর ধারে সীষরা আর যাবীনের প্রতি যা করেছিলে,এদের প্রতি তা-ই কর।

10. সীষরা আর যাবীন ঐন্‌দোরে ধ্বংস হয়ে গিয়েছিল;তারা জমির উপরে গোবরের মত পড়ে ছিল।

11. তাদের উঁচু পদের লোকদের দশা তুমি ওরেব ও সেবের মত কর;তাদের সব শাসনকর্তাদের দশা সেবহ ও সল্‌মুন্নের মত কর।

12. ঐ সব শত্রুরা বলেছিল, “এস, আমরা ঈশ্বরের দেওয়া দেশটাদখল করে নিই।”

13. হে আমার ঈশ্বর, তুমি তাদেরবাতাসে উড়ে যাওয়া শুকনা গাছের মত কর,বাতাসের মুখে তুষের মত কর।

14. বনে আগুন লাগলে যেমন গাছের পর গাছ পুড়িয়ে দেয়আর আগুনের শিখা পাহাড়ের পর পাহাড় জ্বালিয়ে দেয়,

15. তেমনি করে তোমার ঝড় দিয়ে তুমি তাদের তাড়া কর;তোমার ভয়ংকর ঝড় দিয়ে ভীষণ ভয় ধরিয়ে দাও।

সম্পূর্ণ অধ্যায় পড়ুন গীতসংহিতা 83