ওল্ড টেস্টামেন্ট

নববিধান

গীতসংহিতা 83:2-8 পবিত্র বাইবেল (SBCL)

2. দেখ, কেমন করে তোমার শত্রুরা গর্জন করছেআর যারা তোমাকে ঘৃণা করেতারা গর্বের সংগে মাথা উঁচু করেছে।

3. তোমার লোকদের বিরুদ্ধে তারা পরামর্শ করছে,তুমি যাদের রক্ষা করছ তাদের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে।

4. তারা বলছে, “চল, আমরা জাতি হিসাবে ওদের শেষ করে দিই,যেন ইস্রায়েলের নাম আর কারও মনে না থাকে।”

5. তারা এক হয়ে ষড়যন্ত্র করছে;যারা তোমার বিরুদ্ধে চুক্তি করেছে তারা হল-

6. তাম্বুবাসী ইদোমীয়েরা, ইশ্মায়েলীয়েরা,মোয়াবীয়েরা ও হাগারীয়েরা,

7. গবালীয়েরা, অম্মোনীয়েরা, অমালেকীয়েরাআর সোর-বাসীদের সংগে পলেষ্টীয়েরা;

8. এমন কি, আসিরিয়েরাও তাদের সংগে যোগ দিয়েছেআর লোটের বংশধরদের ডান হাত হয়েছে। [সেলা]

সম্পূর্ণ অধ্যায় পড়ুন গীতসংহিতা 83