ওল্ড টেস্টামেন্ট

নববিধান

গীতসংহিতা 76:1-11 পবিত্র বাইবেল (SBCL)

1. যিহূদা-রাজ্যে সকলেই ঈশ্বরের কথা জানে;ইস্রায়েল-রাজ্যে তাঁর নাম মহান।

2. শালেমে তাঁর আবাস-তাম্বুআর সিয়োনে তাঁর বাসস্থান আছে।

3. তিনি সেখানে সব জ্বলন্ত তীর ভেংগে ফেলেছেন,ভেংগে ফেলেছেন ঢাল, তলোয়ার আর যুদ্ধের অস্ত্রশস্ত্র। [সেলা]

4. তুমি আলোতে কেমন উজ্জ্বল!শিকারে ভরা পাহাড় থেকে তোমার ফিরে আসা কেমন মহিমাপূর্ণ!

5. সাহসী যোদ্ধাদের লুটপাট করা হয়েছে,তারা শেষ ঘুমে ঢলে পড়েছে;কোন যোদ্ধার হাতে আর শক্তি ছিল না।

6. হে যাকোবের ঈশ্বর, ঘোড়া আর রথচালকেরাতোমার ধমক খেয়ে গভীর ঘুমে ঢলে পড়েছে।

7. তুমি, তুমিই খুব ভয়ানক;তোমার ক্রোধ জেগে উঠলেকে তোমার সামনে দাঁড়াতে পারে?

8-9. স্বর্গ থেকে তুমি তোমার বিচারের রায় শোনালে;হে ঈশ্বর, তুমি উঠলে বিচার করার জন্যএবং পৃথিবীর অত্যাচারিত লোকদের রক্ষা করার জন্য;তাতে পৃথিবী ভয়ে নীরব হল। [সেলা]

10. অবশ্যই মানুষের রাগের ফলে তোমার প্রশংসা হয়;সেই রাগের বাকী অংশ দিয়ে তুমি নিজেকে সাজাও।

11. তোমরা তোমাদের ঈশ্বর সদাপ্রভুর কাছে মানত করআর তা পূরণ কর।যিনি ভয়ের পাত্র তাঁর উদ্দেশে চারদিকের দেশ থেকেলোকে উপহার আনুক।

সম্পূর্ণ অধ্যায় পড়ুন গীতসংহিতা 76