ওল্ড টেস্টামেন্ট

নববিধান

গীতসংহিতা 74:4-9 পবিত্র বাইবেল (SBCL)

4. যেখানে তোমার সংগে আমাদের মিলন হতসেই জায়গায় শত্রুরা গর্জন করে বেড়িয়েছে,সেখানে তারা নিজেদের নিশান তুলেছে।

5. অবস্থা দেখে মনে হয় যেন কেউ বনের গাছ কাটার জন্যকুড়াল চালিয়েছিল।

6. কুড়াল ও হাতুড়ি দিয়ে সমস্ত খোদাই করা কাজগুলোতারা চুরমার করে দিয়েছে।

7. তোমার পবিত্র স্থানে তারা আগুন লাগিয়েছে,তোমার থাকবার জায়গা মাটির সংগে মিশিয়ে দিয়েঅশুচি করেছে।

8. তারা মনে মনে বলেছে,“আমরা ওদের সম্পূর্ণভাবে দাবিয়ে রাখব।”ঈশ্বরের সংগে মিলিত হওয়ার সব জায়গাগুলোতারা পুড়িয়ে দিয়েছে।

9. আমাদের জন্য কোন আশ্চর্য কাজ করা হচ্ছেএমন তো আর আমরা দেখি না;কোন নবীও আর নেই;এরকম যে আর কতদিন চলবেতা আমাদের কেউ জানে না।

সম্পূর্ণ অধ্যায় পড়ুন গীতসংহিতা 74