ওল্ড টেস্টামেন্ট

নববিধান

গীতসংহিতা 71:1-5 পবিত্র বাইবেল (SBCL)

1. হে সদাপ্রভু, আমি তোমারই মধ্যে আশ্রয় নিয়েছি,আমাকে কখনও লজ্জা পেতে দিয়ো না।

2. তুমি ন্যায়বান বলে আমাকে বাঁচাও, উদ্ধার কর;আমার কথায় কান দাও এবং আমাকে রক্ষা কর।

3. তুমিই আমার আশ্রয়-পাহাড় হওযাঁর কাছে আমি সব সময় যেতে পারি।তুমি আমার উঁচু পাহাড় ও দুর্গ,তাই আমাকে রক্ষা করার জন্য আদেশ দিয়েছ।

4. হে আমার ঈশ্বর, দুষ্টদের হাত থেকে,মন্দ ও নিষ্ঠুর লোকদের হাতের মুঠো থেকে,তুমি আমাকে উদ্ধার কর।

5. হে প্রভু সদাপ্রভু, তুমিই আমার আশা,যুবা বয়স থেকে তুমিই আমার ভরসা।

সম্পূর্ণ অধ্যায় পড়ুন গীতসংহিতা 71