ওল্ড টেস্টামেন্ট

নববিধান

গীতসংহিতা 69:21-35 পবিত্র বাইবেল (SBCL)

21. আমার খাবারে তারা বিষ দিয়েছিলআর পিপাসার সময় দিয়েছিল সিরকা।

22. তাদের ভোজের উৎসবগুলো ফাঁদ হোক,আর নিরাপদে থাকার ভাবটাই হোক তাদের জালের ফাঁদ।

23. তাদের চোখ অন্ধ হোক যেন তারা দেখতে না পায়,আর সব সময় তাদের কোমরে খিঁচুনি ধরে যাক।

24. তোমার ভীষণ অসন্তোষে তুমি তাদের বকুনি দাও;তোমার জ্বলন্ত ক্রোধ তাদের ধরে ফেলুক।

25. তাদের থাকার জায়গা খালি হয়ে পড়ে থাকুক;তাদের তাম্বুতে বাস করার কেউ না থাকুক।

26. তুমি যাকে শাস্তি দিয়েছতারা তাকেই অত্যাচার করেছে;যাদের তুমি আঘাত করেছতাদের যন্ত্রণাই হল তাদের আলোচনার বিষয়।

27. অন্যায়ের উপর তাদের অন্যায় করে যেতে দাও;তারা যেন তোমার দেওয়া উদ্ধারের ভাগ না পায়।

28. জীবিতদের তালিকা থেকে তাদের নাম যেন মুছে যায়,ঈশ্বরভক্তদের তালিকায় যেন তাদের নাম না থাকে।

29. আমি দুঃখ ও যন্ত্রণার মধ্যে আছি;হে ঈশ্বর, তুমি আমাকে উদ্ধার করেতাদের নাগালের বাইরে রাখ।

30. আমি গান গেয়ে ঈশ্বরের প্রশংসা করব;কৃতজ্ঞতার মধ্য দিয়ে তাঁর গৌরব করব।

31. বলদ এবং শিং ও খুরযুক্ত ষাঁড় উৎসর্গের চেয়েতা সদাপ্রভুকে বেশী সন্তুষ্ট করবে।

32. তা দেখে নম্র লোকেরা খুশী হবে;তোমরা যারা ঈশ্বরকে জানবার জন্য আগ্রহী,তোমরা বেঁচে থাক।

33. সদাপ্রভু অভাবীদের কথা শোনেন;তাঁর লোকেরা, যারা বন্দীদশায় আছে,তাদের তিনি নীচু চোখে দেখেন না।

34. আকাশ ও পৃথিবী তাঁর প্রশংসা করুক;সমুদ্র ও তার মধ্যে ঘুরে বেড়ানো সব প্রাণীতাঁর প্রশংসা করুক;

35. কারণ ঈশ্বর সিয়োনকে উদ্ধার করবেন,যিহূদার শহরগুলো আবার গড়বেন;তখন তাঁর লোকেরা সেখানে বাস করবেআর তার অধিকারী হবে।

সম্পূর্ণ অধ্যায় পড়ুন গীতসংহিতা 69