ওল্ড টেস্টামেন্ট

নববিধান

গীতসংহিতা 65:2-5 পবিত্র বাইবেল (SBCL)

2. হে প্রার্থনা গ্রাহ্যকারী, তোমার কাছেই সব মানুষ আসে।

3. আমার অন্যায় কাজে আমি তলিয়ে আছি,কিন্তু তুমিই আমাদের সব পাপ ক্ষমা করে থাক।

4. ধন্য সেই লোক, যাকে তুমি বেছে নাওআর নিয়ে আস নিজের কাছে,যেন সে তোমারই উঠানে বাস করতে পারে।তোমার ঘরের, তোমার পবিত্র বাসস্থানের আশীর্বাদে আমরা তৃপ্ত হব।

5. হে আমাদের উদ্ধারকর্তা ঈশ্বর,তোমার ন্যায্যতায় ভক্তিপূর্ণ ভয় জাগানো কাজ দিয়েতুমি আমাদের ডাকে সাড়া দেবে।পৃথিবীর সব মানুষ, এমন কি, সবচেয়ে দূরের জায়গারআর দূরের সমুদ্র পারের মানুষও তোমার উপর নির্ভর করে।

সম্পূর্ণ অধ্যায় পড়ুন গীতসংহিতা 65