ওল্ড টেস্টামেন্ট

নববিধান

গীতসংহিতা 64:6-9 পবিত্র বাইবেল (SBCL)

6. তারা অন্যায় করার মতলব এঁটে বলে,“আমরা চারদিক ভেবে-চিন্তে একটা পরিকল্পনা করেছি।”সত্যিই মানুষের মন ও অন্তরের গভীরতারনাগাল পাওয়া যায় না।

7. কিন্তু ঈশ্বর তাদের উপর তীর ছুঁড়বেন;হঠাৎ তীর বিঁধে তারা পড়ে যাবে।

8. তাদের জিভ্‌ দিয়ে তারা নিজেদের সর্বনাশ ডেকে আনবে;তাদের লক্ষ্য করে সবাই বিদ্রূপে মাথা নাড়বে।

9. তখন সকলের মনে ভয় জাগবে;ঈশ্বর যা করেছেন তারা তা ঘোষণা করবেআর সেই কথা ভাববে।

সম্পূর্ণ অধ্যায় পড়ুন গীতসংহিতা 64