ওল্ড টেস্টামেন্ট

নববিধান

গীতসংহিতা 63:1-5 পবিত্র বাইবেল (SBCL)

1. হে ঈশ্বর, তুমি আমারই ঈশ্বর, আমি আগ্রহের সংগে তোমাকে ডাকছি;এই শুকনা জলহীন দেশে,যার ফসল দেওয়ার শক্তি পর্যন্ত ফুরিয়ে গেছে,সেখানে তোমার জন্য আমার প্রাণ পিপাসিত,তোমার জন্য আমার দেহ ব্যাকুল হয়ে উঠেছে।

2. এই ভাব নিয়েই সেই পবিত্রস্থানে আমি তোমাকে দেখেছি,দেখেছি তোমার শক্তি ও গৌরব।

3. তোমার অটল ভালবাসা পাওয়া বেঁচে থাকার চাইতেও ভাল;আমার মুখ তোমার গৌরব করবে।

4. আমি সারা জীবন তোমার প্রশংসা করব;তোমার উদ্দেশে আমি হাত তুলে প্রার্থনা করব।

5. মাংস ও মজ্জায় তৃপ্ত হওয়া লোকের মতই আমার প্রাণ তৃপ্ত;আমার মুখ মহা আনন্দে তোমার প্রশংসা-গান করবে।

সম্পূর্ণ অধ্যায় পড়ুন গীতসংহিতা 63