ওল্ড টেস্টামেন্ট

নববিধান

গীতসংহিতা 50:11-16 পবিত্র বাইবেল (SBCL)

11. এমন কি, পাহাড়ের সব পাখীও আমার জানা আছে,মাঠের সব প্রাণীও আমার।

12. আমার খিদে পেলেও আমি তোমাকে বলতাম না,কারণ পৃথিবী আমারআর তার মধ্যে যা কিছু আছে সবই আমার।

13. তুমি কি মনে কর ষাঁড়ের মাংস আমার খাবার?ছাগলের রক্ত কি আমি খাই?

14. ঈশ্বরের কাছে তোমার ধন্যবাদই তোমার উৎসর্গ হোক;সেই মহানের কাছেই তোমার সব মানত পূরণ করতে থাক।

15. তোমার বিপদের দিনে তুমি আমাকে ডেকো;আমি তোমাকে উদ্ধার করবআর তুমি আমাকে সম্মান করবে।”

16. কিন্তু ঈশ্বর দুষ্ট লোকদের এই কথা বলেন,“আমার আইন-কানুনের কথা বলারকিম্বা আমার ব্যবস্থার কথা মুখে আনারতোমার কি অধিকার আছে?

সম্পূর্ণ অধ্যায় পড়ুন গীতসংহিতা 50