ওল্ড টেস্টামেন্ট

নববিধান

গীতসংহিতা 45:9-11 পবিত্র বাইবেল (SBCL)

9. তোমার সম্মানিত মহিলাদের মধ্যে রাজকন্যারা আছেন,আর রাজ-কনে ওফীর দেশের সোনা দিয়ে সেজেতোমার ডান দিকে রয়েছেন।

10. হে কন্যা, শোন, মন দাও, কান খাড়া কর।তোমার লোকদের তুমি ভুলে যাও,ভুলে যাও তোমার বাবার বাড়ীর কথা।

11. তাহলে রাজা তোমার সৌন্দর্যে ধরা দেবেন;তিনিই তোমার মনিব, তাঁকে নত হয়ে প্রণাম কর।

সম্পূর্ণ অধ্যায় পড়ুন গীতসংহিতা 45