ওল্ড টেস্টামেন্ট

নববিধান

গীতসংহিতা 45:12-16 পবিত্র বাইবেল (SBCL)

12. সোর শহরের লোকেরা উপহার নিয়ে আসবে;খুব ধনী লোকেরা তোমার দয়া চাইবে।

13. রাজবাড়ীতে রাজ-কনেকে চমৎকার দেখাবে;তাঁর পোশাকে সোনার সুতা বোনা রয়েছে।

14. নক্‌শা তোলা পোশাকে তাঁকে রাজার কাছে নিয়ে যাওয়া হবে;তাঁর পিছে থাকা কুমারী সংগিনীদেরওতোমার কাছে নিয়ে যাওয়া হবে।

15. আনন্দ ও উৎসব করতে করতে তাঁদের নিয়ে যাওয়া হবে;তাঁরা রাজবাড়ীতে গিয়ে ঢুকবেন।

16. তোমার পূর্বপুরুষদের জায়গা তোমার ছেলেরা নেবে;মানুষের মধ্যে তুমি তাদের শাসনকর্তা করবে।

সম্পূর্ণ অধ্যায় পড়ুন গীতসংহিতা 45