ওল্ড টেস্টামেন্ট

নববিধান

গীতসংহিতা 45:1-8 পবিত্র বাইবেল (SBCL)

1. আমার অন্তর সুন্দর ভাবধারায় ভরে উঠছে;রাজার উদ্দেশে আমার কবিতা বেরিয়ে আসছে;আমার জিভ্‌ পাকা লেখকের লেখনী হয়ে উঠছে।

2. মানুষের মধ্যে তুমি পরম সুন্দর;তোমার দু’টি ঠোঁট কথার মধুতে ভেজা;ঈশ্বরের চিরকালের আশীর্বাদ তোমার উপর ঝরে পড়ছে।

3. হে বীর, তোমার কোমরে তলোয়ার বেঁধে নাও;গৌরব ও মহিমার সাজে তুমি সেজে নাও।

4. সত্য, নম্রতা আর ন্যায়ের পক্ষেতুমি নিজের মহিমায় বিজয়ীর মত যাত্রা কর;তোমার ডান হাত ভয়-জাগানো মহান কাজ করুক।

5. রাজার শত্রুদের বুকে তোমার ধারালো তীর বিঁধে যায়;তোমার শত্রুজাতি তোমার পায়ের তলায় পড়ে।

6. হে ঈশ্বর, তোমার সিংহাসন চিরস্থায়ী;তোমার শাসন ন্যায়ের শাসন।

7. তুমি ন্যায় ভালবাস আর অন্যায়কে ঘৃণা কর;সেজন্য ঈশ্বর, তোমার ঈশ্বর, তোমার সংগীদের চেয়েঅনেক বেশী আনন্দ তেলের মত করে তোমার উপর ঢেলে দিয়েছেন।

8. গন্ধরস, অগুরু আর দারচিনির গন্ধেতোমার রাজপোশাক সুগন্ধময় হয়েছে;হাতীর দাঁত বসানো রাজবাড়ীতে তারযন্ত্রের যে বাজনা বাজেতা তোমাকে আনন্দ দেয়।

সম্পূর্ণ অধ্যায় পড়ুন গীতসংহিতা 45