ওল্ড টেস্টামেন্ট

নববিধান

গীতসংহিতা 44:1-4 পবিত্র বাইবেল (SBCL)

1. হে ঈশ্বর, অনেক অনেক দিন আগে আমাদের পূর্বপুরুষদের সময়ে তুমি যা করেছসেই সম্বন্ধে তাঁদের কথা আমরা নিজের কানে শুনেছি।

2. তুমি নিজের হাতে অন্যান্য জাতিদের তাড়িয়ে দিয়েসেই জায়গায় আমাদের পূর্বপুরুষদের বসিয়েছিলে;তুমি সেই সব লোকদের উপর সর্বনাশ এনেছিলেআর আমাদের পূর্বপুরুষদের বেড়ে উঠতে দিয়েছিলে।

3. তাঁরা নিজেদের তলোয়ার দিয়ে এই দেশ দখল করেন নি,নিজেদের শক্তিতে জয়লাভও করেন নি;তোমার শক্তি, হ্যাঁ, তোমার মহাশক্তি,আর তোমার উপস্থিতির মহিমাই তা করেছিল,কারণ তাঁদের উপর তোমার দয়া ছিল।

4. হে ঈশ্বর, তুমিই আমার রাজা;যাকোবের জয়ের ব্যবস্থা তুমিই কর।

সম্পূর্ণ অধ্যায় পড়ুন গীতসংহিতা 44